অনলাইন
২৬/১১ হামলার অন্যতম চক্রী তাহাউর রানা থেকে দূরত্ব বজায় রাখতে চাইছে পাকিস্তান
মানবজমিন ডিজিটাল
(১ সপ্তাহ আগে) ১০ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ৯:০৯ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০২ পূর্বাহ্ন
২৬/১১ মুম্বই হামলার অভিযুক্ত তাহাউর হোসেন রানার ভারতে প্রত্যর্পণের বিষয়ে প্রথমবারের মতো প্রতিক্রিয়া জানিয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ। রানাকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রত্যর্পণ করা হচ্ছে , যেখানে ২০০৯ সালের অক্টোবরে গ্রেপ্তারের পর থেকে ২৬/১১ হামলার আরেক ষড়যন্ত্রকারী ডেভিড কোলম্যান হেডলির সাথে তাকে আটক করে রাখা হয়েছিল। পাক বংশোদ্ভূত তাহাউরের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করছে ইসলামাবাদ। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর বোঝাতে চাইছে, ভারতে প্রত্যর্পিত হওয়া তাহাউর বর্তমানে পাকিস্তানের নাগরিক নন। তিনি কানাডিয়ান নাগরিক। পাক পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে -' তাহাউর রানা গত দুই দশক ধরে তার পাকিস্তানি নথি নবায়ন করেননি। তিনি যে কানাডার নাগরিক, তা স্পষ্ট। 'বস্তুত, তাহাউরকে ভারতে আনার পরে তাঁর বিচার প্রক্রিয়া শুরু হবে। সে ক্ষেত্রে তাহাউরের মুখ থেকে মুম্বই হামলা সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসার সম্ভাবনা রয়েছে। ঠিক এমন সময়েই পাক বংশোদ্ভূত কানাডিয়ান ব্যবসায়ীর বিষয়ে নিজেদের অবস্থান জানাল পাকিস্তান।
আদতে পাকিস্তানি বংশোদ্ভূত হলেও তাহাউর বর্তমানে কানাডার নাগরিক। এত দিন লস অ্যাঞ্জেলেসের বন্দিশালায় আটক ছিলেন তিনি। অভিযোগ, আরেক সন্ত্রাসবাদী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। হেডলির সঙ্গে মিলেই ২৬/১১-র মুম্বই হামলার ছক করেছিলেন রানা। নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার সঙ্গে যোগ ছিল তাঁর। পাকিস্তানি-কানাডিয়ান ডাক্তার তাহাউর রানা শিকাগোতে একটি ট্রাভেল এজেন্সির মালিক ছিলেন, সেইসূত্র ধরেই হেডলি মুম্বই হামলার আগে ভারতে রেইকি করতে এসেছিলেন। ২০০৯ সালের অক্টোবরে শিকাগোতে হেডলি এবং রানা উভয়কেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে, হেডলি মামলার একজন সাক্ষী হন এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি) এর সাথে যুক্ত ১০ জন সন্ত্রাসীর দ্বারা পরিচালিত মুম্বই হামলায় তার এবং রানার ভূমিকা সম্পর্কে সাক্ষ্য দেন। এই হামলায় ১৬৬ জন নিহত হয়েছিলেন। রানাকে আমেরিকা থেকে একটি বিশেষ বিমানে ভারতে ফিরিয়ে আনা হচ্ছে। তাকে তিহার জেলের একটি উচ্চ-নিরাপত্তা কক্ষে রাখার সম্ভাবনা রয়েছে।
সূত্র : হিন্দুস্থান টাইমস