বাংলারজমিন
বরগুনায় একই স্থানে ছাত্রলীগের দুই গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি
বরগুনা প্রতিনিধি
৬ আগস্ট ২০২২, শনিবারবরগুনায় একই স্থানে জেলা ছাত্রলীগের দুই গ্রুপ দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। গতকাল বরগুনা সরকারি কলেজ এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করেছে বরগুনা জেলা প্রশাসন। বরগুনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস স্বাক্ষরিত এক আদেশে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা সদর থানার ওসি আলী আহম্মদ। জানা যায়, বরগুনা জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক পদে তৌশিকুর রহমান ইমরানের নেতৃত্বে গতকাল বিকাল ৪টায় বরগুনা সরকারি কলেজ মসজিদে দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়। অন্যদিকে বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি পদ বঞ্চিত ছাত্রলীগের নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে একই স্থানে বিকাল ৫টায় বরগুনা সরকারি কলেজে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে দুই গ্রুপের অন্তত ৪ শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকার কথা ছিল। দুই গ্রুপ একই স্থানে এবং একই সময়ে দোয়া অনুষ্ঠানের আয়োজন করায় নেতাকর্মীরা মুখোমুখি অবস্থান, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বরগুনা সদর থানার ওসি আলী আহম্মেদ বলেন, বরগুনা জেলা প্রশাসক কার্যালয় সরকারি কলেজ এলাকায় দুপুর ২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, দীর্ঘ ৮ বছর পর গত ১৭ই জুলাই বরগুনা শহরের সিরাজ উদ্দীন টাউন হল মিলানায়তনে বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২৪শে জুলাই রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেন। এতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৩ সদস্যের নাম প্রকাশ করা হয়। এরপর থেকেই সদ্য ঘোষিত এ কমিটি প্রত্যাখ্যান করে বরগুনা শহরে পদবঞ্চিত কর্মী-সমর্থকরা হামলা ভাঙচুর করে প্রতিবাদ জানাচ্ছে। বরগুনা জেলা ছাত্রলীগ সূত্রে জানা যায়, ২০১৪ সালে সর্বশেষ বরগুনা জেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জুবায়ের আদনানকে সভাপতি ও তানবীর হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।