বাংলারজমিন
‘দেশ অশান্তের জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী’
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
৯ ফেব্রুয়ারি ২০২৫, রবিবারদেশ অশান্তের জন্য এককভাবে শেখ হাসিনাই দায়ী বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপার) চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। তিনি বলেন, দেশ এক ক্রান্তিলগ্ন পার করছে। আপনারা জানেন, ছয় মাস আগে স্বৈরাচারী শেখ হাসিনার সরকার পদত্যাগ করে পালিয়েছে। কিন্তু অশুভ প্রেতাত্মারা বাংলাদেশের আনাচে-কানাচে এখনো ঘোরাফেরা করছে। তারা একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। গত ৪৮ ঘণ্টায় জনতার তীব্র ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ধানমণ্ডির ৩২ নাম্বারের শেখ মুজিবের বাড়ি এবং সারা দেশের বহু জায়গায় ফ্যাসিস্ট আ’লীগের বাড়িঘর, অফিস ভাঙচুর হয়েছে। এসব ঘটনার জন্য এককভাবে শেখ হাসিনা দায়ী। তিনি দিল্লিতে বসে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এদেশের শান্তিপ্রিয় মনোভাবকে অশান্ত করে তুলছেন। জাতীয় পার্টি হানাহানির রাজনীতিতে বিশ্বাস করে না। শনিবার সকালে চৌদ্দগ্রাম পৌর মিলনায়তনে চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টি (জাপার) আয়োজিত কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোস্তফা জামাল হায়দার আরও বলেন, ফ্যাসিস্টবিরোধী আগামী নির্বাচনে জাতীয় পার্টির চৌদ্দগ্রাম আসনে প্রার্থী হবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের ভাতিজা কাজী মো. নাহিদ। ইনশাআল্লাহ আমরা বিজয়ের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এ আসন উপহার দেবো। এ ছাড়া সভায় প্রধান বক্তা হিসেবে ছিলেন প্রেসিডিয়াম সদস্য কাজী মো. নাহিদ ও বিশেষ অতিথি ছিলেন, জাতীয় পার্টির মহাসচিব সাবেক এমপি আহসান হাবিব লিংকন।
উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে ও উপজেলা যুব সংহতির আহ্বায়ক কাজী শহিদের সঞ্চালনায় কর্মিসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ চৌধুরী পাশা, উপজেলা জাতীয় পার্টির নেতা ওবায়দুল হক পাটোয়ারী, আলকরা ইউনিয়ন জাতীয় পার্টির আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদ বাবুসহ প্রমুখ। সভা শেষে সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশাকে সভাপতি, উপজেলা যুব সংহতির সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনিরকে সাধারণ সম্পাদক এবং ওবায়দুল হক পাটোয়ারীকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করেন জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংকন।