বাংলারজমিন
সিলেটে মুশফিকুল ফজল আনসারী
মানুষের জীবন রক্ষায় কাজ করে যাচ্ছে রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২২ জানুয়ারি ২০২৫, বুধবারবাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত (সিনিয়র সচিব) মুশফিকুল ফজল আনসারী বলেছেন, মানুষের জীবন রক্ষায় রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই অবদান কেবল কৃতজ্ঞতায় সীমাবদ্ধ নয়, এটি মানবতার প্রতি এক অনন্য উৎসর্গ। তিনি বলেন, রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে থাকেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রেড ক্রিসেন্ট সোসাইটি দুর্যোগ ব্যবস্থাপনায় একটি গুরুত্বপূর্ণ অংশীদার। বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস কিংবা অন্য যেকোনো দুর্যোগে তাদের ভূমিকা অতুলনীয়। তাদের স্বেচ্ছাসেবীরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করে। শুধু দুর্যোগ ব্যবস্থাপনা নয়, তাদের স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ এবং সচেতনতা কার্যক্রমও অত্যন্ত প্রশংসনীয়। সিলেট নগরীর চৌহাট্টাস্থ মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণকেন্দ্র এবং মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার মোহাম্মদ আমিনুল ইসলাম, ব্যবস্থাপনা পর্ষদের সদস্য নুরুল ইসলাম সাজু, মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম এনডিসি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর শিকদার, সিলেট রেড ক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতাল ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. মো. নুরুল আলম খান, সিনিয়র কনসালটেন্ট গাইনি অ্যান্ড অব্স ডা. উম্মে খায়ের খাদিজাতুল হুমাইরা, সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনুয়ারা আক্তার, সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মো. মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও পরিদর্শনকালে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সিলেট রেড ক্রিসেন্ট ইউনিটের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, যুব ও স্বেচ্ছাসেবকবৃন্দ উপস্থিত ছিলেন।