বাংলারজমিন
গাইবান্ধায় পরিবারের নিরাপত্তা চেয়ে গৃহবধূর সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২৫, রবিবার
গাইবান্ধায় অপহরণ মামলায় কারাগারে থাকা স্বামীর স্বজনদের হুমকিতে নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক নারী। ফাতেমা তুজ জোহরা নামে ওই নারী সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া গ্রামের মৃত. সামিউল বাছির রাজ্জাকের মেয়ে। শনিবার দুপুরে শহরের গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্যে ফাতেমা তুজ জোহরা জানান, ২০১৮ সালে জেলা শহরের পশু হাসপাতাল রোডের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে আসিফ ফয়সাল লেনিনের সঙ্গে তার বিয়ে হয়। শারীরিক ও মানসিক নির্যাতন এবং টাকা নিয়ে প্রতারণার কারণে তার স্বামীকে গতবছর দুদফা ডিভোর্স নোটিশ পাঠান তিনি। ফাতেমা তুজ জোহরা বলেন, ডিভোর্স নোটিশের জেরে গত ৯ই জানুয়ারি শহরের ভিএইড রোড থেকে আমার দুইবোনকে মারধর করে আমাকে অপহরণ করে আসিফ ফয়সাল লেনিন ও তার সহযোগীরা। পরে পুলিশ ও সেনাবাহিনী লেনিনকে গ্রেপ্তার করে আমাকে উদ্ধার করে। বর্তমানে লেনিন কারাগারে রয়েছে। তিনি আরো বলেন, এ অবস্থায় লেনিনের স্বজনেরা আমাকে ও আমার পরিবারের সদস্যদের হুমকি-ধামকি দিচ্ছে। তাই আমি আমার পরিবারের সদস্যদের নিরাপত্তা দাবি করছি। একইসঙ্গে আমার বোনদের মারধর করে আমাকে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে লেনিনসহ সবার বিচারের দাবি জানাচ্ছি।
ফাতেমা তুজ জোহরা আরও বলেন, আমার বাবা মারা যাওয়ার পর পৈতৃক সম্পত্তির অংশীদার হিসেবে দাবি করে ১৬ লাখ ৩০ হাজার টাকা আমার মায়ের কাছ থেকে নেয় লেনিন। পরে ব্যবসার কথা বলে ২০ লাখ টাকা ধার নেয় সে। ধারের টাকা ফেরত দিতে বলায় আমার ওপর চলে নির্যাতন। নির্যাতন সইতে না পেরে পরে খালার বাসায় চলে যাই। পরবর্তীতে আমাকে, আমার মা ও খালুসহ স্বজনদের জড়িয়ে কয়েকটি মিথ্যা মামলা করে লেনিন। আমি সেসব মামলার প্রতিবাদ জানাচ্ছি। সেসঙ্গে আমাদের টাকা ফেরতের দাবি জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফাতেমা তুজ জোহরার মা ফাহিমা বেগম ও ছোট দুইবোন খাদিজা তুর তাহেরা ও উম্মে হাবিবা।