ঢাকা, ১১ জুলাই ২০২৫, শুক্রবার, ২৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

বাংলাদেশ সীমান্তে এবার থেকে পাহারা দেবে প্রশিক্ষিত কুকুর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা

(৫ মাস আগে) ১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:৫৭ অপরাহ্ন

mzamin

ভারত-বাংলাদেশ সীমান্তে নজরদারির জন্য অত্যাধুনিক প্রযুক্তির পাশাপাশি ব্যবহার করা হবে বিশেষভাবে প্রশিক্ষিত কুকুর। বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের ডিআইজি এন কে পাণ্ডে জানিয়েছেন, সীমান্তের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে অনেক অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। কাঁটাতারবিহীন এলাকায় নজরদারি জোরদার করতে প্রশিক্ষিত কুকুর ব্যবহার করা হবে।

সূত্রের খবর, নদিয়া ও উত্তর ২৪ পরগনার ভারত-বাংলাদেশ সীমান্তের উন্মুক্ত এলাকাগুলোতে পাহারা দেয়ার জন্য আনা হয়েছে বিশেষভাবে প্রশিক্ষিত ২১ বছর বয়সী জার্মান ম্যালিনোইস প্রজাতির ‘ম্যাক্স’ (জার্মান শেফার্ড) কুকুর। এ‌র দেখভালের জন্য এসেছেন একজন প্রশিক্ষকও।

এদিকে সীমান্তে নজরদারির জন্য নাইটভিশন ক্যামেরার সঙ্গে যুক্ত করা হচ্ছে ইনফ্রারেড ক্যামেরা। থাকছে ‘স্পার্কলিং এলার্ম’ও। বিশেষ প্রযুক্তির থার্মাল স্ক্যানিং মেশিনও নজরদারির কাজে ব্যবহার করা হবে বলে সূত্রের খবর। জানা গেছে, শরীরের তাপমানের পার্থক্য চিহ্নিত করে অনুপ্রবেশকারীদের অবস্থান চিনিয়ে দেবে বিশেষ প্রযুক্তির অত্যাধুনিক ওই ক্যামেরা। ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৬০ কিলোমিটার এলাকায় এই ব্যবস্থা করা হচ্ছে । অন্যদিকে, জিরো লাইনে যাওয়ার জন্য চালু করা হয়েছে বায়োমেট্রিক ব্যবস্থা।

পাঠকের মতামত

ভারতীয় সীমানায় কুত্তা থাক কিম্বা বিড়াল থাক তাদের ব্যাপার কিন্তু অযথা ভাবে যেন বাংলাদেশের অভ্যন্তরে জনগণকে বিরক্ত না করে। এবং ভারত যেন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে প্রতিবেশীর জনগনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে।

Akash Roy Chowdhury
২০ জানুয়ারি ২০২৫, সোমবার, ১:৩১ অপরাহ্ন

ভারতীয় সীমানায় কুত্তা থাক কিম্বা বিড়াল থাক তাদের ব্যাপার কিন্তু অযথা ভাবে যেন বাংলাদেশের অভ্যন্তরে জনগণকে বিরক্ত না করে। এবং ভারত যেন আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান রেখে প্রতিবেশীর জনগনের সাথে সুসম্পর্ক গড়ে তোলে।

Khokon
১৮ জানুয়ারি ২০২৫, শনিবার, ৫:০৭ অপরাহ্ন

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status