ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৫, বৃহস্পতিবার, ৭ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২০ শাবান ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

স্কুলে ধানের গোডাউন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০২৫, শুক্রবারmzamin

বরগুনার আমতলীর খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় ধানের গোডাউন স্থাপন করা হয়েছে। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সমস্যার সম্মুখীন হচ্ছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দ্রুত ধানের গোডাউন অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
জানা গেছে, উপজেলার  খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয়ে ২০১০ সালে তিনতলা সাইক্লোন  সেল্টার নির্মাণ করা হয়। বিদ্যালয় ভবনের নিচতলায় স্থানীয় তিন ব্যবসায়ী আল আমিন, জাকির হোসেন ও আলমগীর হাওলাদার ধানের  গোডাউন স্থাপন করেছেন। গত এক মাস ধরে তারা ভবনের নিচতলায় ধানের বস্তা রেখেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ নিষেধ করলেও তারা তা মানছেন না। এতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। শিক্ষার্থীদের অভিযোগ, ভবনের নিচতলায়  গোডাউন করায় চলাচলে সমস্যা হচ্ছে। ধুলাবালিতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে। দ্রুত ধানের  গোডাউন অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সরজমিন দেখা গেছে, বিদ্যালয় ভবনের নিচতলায় অনেক ধানের বস্তা রাখা আছে। এতে ধুলাবালিতে বিদ্যালয়ের পরিবেশ নষ্ট হচ্ছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, বিদ্যালয়ে গোডাউন করায় চলাচলের সমস্যা হচ্ছে। ধুলাবালিতে বিদ্যালয় একাকার হয়ে যাচ্ছে। এতে আমাদের নানা ধরনের সমস্যা হচ্ছে। এমন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি তাদের।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান বলেন, ব্যবসায়ীদের বিদ্যালয় ভবনের নিচতলায় ধান রাখতে নিষেধ করেছিলাম কিন্তু তারা শুনেননি। এতে চলাচল ও পরিবেশের বেশ সমস্যা হচ্ছে। প্রধান শিক্ষক মো. মহিউদ্দিন স্বপন বলেন, এতে বিদ্যালয়ের পরিবেশ চরম আকারে বিঘ্নিত হচ্ছে। উপজেলা প্রশাসনকে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।
বিদ্যালয় ভবনের নিচতলায়  গোডাউন স্থাপন করা ব্যবসায়ী আল আমিন বলেন, বিদ্যালয় ভবনের নিচতলায় ধানের  গোডাউন করা ভুল হয়েছে। দ্রুত ধান সরিয়ে নেয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম বলেন, খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status