বিশ্বজমিন
অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১৫ জানুয়ারি ২০২৫, বুধবার, ৯:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৫৫ অপরাহ্ন
অবশেষে গ্রেপ্তার হয়েছেন দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োল। টানা দুইবার গ্রেপ্তারি প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃতীয়বারে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়েছেন তদন্তকারীরা। দেশটির ইতিহাসে ইউন সুক ইয়োলই প্রথম প্রেসিডেন্ট, যিনি অভিশংসন ও গ্রেপ্তার পরিস্থিতির মুখে পড়েছেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, বুধবার স্থানীয় সময় ভোরে রাজধানী সিউলে ইউনের বাসভবন থেকে ইউনকে গ্রেপ্তার করা হয়। অভিশংসিত হওয়ার পর থেকে সিউলের পাহাড়ি এলাকার ওই বাসভবনে বাস করছিলেন ইউন। তার ওই কম্পাউন্ডটি কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা ছিল। এছাড়া তার নিরাপত্তার জন্য বাড়ির বাইরে ছিল সশস্ত্র বাহিনীর একটি দল।
গণমাধ্যমটি বলছে, মঙ্গলবার রাতে ৩০০ পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয়। তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয়। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা জানিয়েছেন, এই গ্রেপ্তার অবৈধ এবং ইউনকে জনসমক্ষে হেয় করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ইউনের বাড়ির আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনী ও দুর্নীতি দমন সংস্থার কর্মীরা অবস্থান নিয়েছেন- এ খবর প্রচারিত হওয়া পর মঙ্গলবার রাতেই সেখানে জড়ো হতে থাকেন ইউনের সমর্থকরা। ভোরবেলা তাকে গ্রেপ্তারের সময় পুলিশ সদস্যদের সঙ্গে ইউনের সমর্থকদের খানিক ধস্তাধস্তিও হয়। তবে বড় কোনো সংঘাতের ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর রাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে ‘রাষ্ট্রবিরোধী শক্তিকে’ সমূলে উৎপাটনের কথা বলে হঠাৎ করেই সামরিক আইন জারির ঘোষণা দেন ইউন। তার এ ঘোষণায় পুরো দক্ষিণ কোরিয়া স্তম্ভিত হয়ে যায়। পরে প্রবল বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহারে বাধ্য হন প্রেসিডেন্ট।
Why south Korea should not send ex. President to India ????