বাংলারজমিন
হালুয়াঘাটে আড়াই কোটি টাকার চোরাই পণ্য জব্দ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
১১ জানুয়ারি ২০২৫, শনিবারময়মনসিংহের হালুয়াঘাটে বিশেষ অভিযানে ২ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য আটক করেছে বিজিবি-৩৯। গত বৃহস্পতিবার রাতে বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ সানবীর হাসান মজুমদারের নেতৃত্বে সীমান্তের মায়াঘাসী তালতলী নামক স্থানে অভিযান পরিচালনা করে এসব চোরাই পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে ২০ হাজার ৮শ’ ৪৪ পিস সানগ্লাস, ৪১ পিস শাড়ি, ১৫ পিস লেহেঙ্গা ও ১ পিস গাউন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মাদ সানবীর হাসান মজুমদার বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে। যেকোনো মূল্যে সীমান্ত থেকে সকল ধরনের অপরাধ নির্মূল করা হবে।
মন্তব্য করুন
বাংলারজমিন থেকে আরও পড়ুন
বাংলারজমিন সর্বাধিক পঠিত
৪
সাভারে একসঙ্গে চার সন্তানের জন্ম / পরিবারের চিন্তা চিকিৎসা ব্যয় নিয়ে
৫