ভারত
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের অবস্থা আশঙ্কাজনক
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৬ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:৫৫ অপরাহ্ন
ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংহের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সংবাদ সংস্থা সূত্রে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ দিল্লি এমসে তাকে ভর্তি করানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।মনমোহন সিংয়ের বয়স ৯২ বছর। তাঁর কী সমস্যা হচ্ছে, কেন হাসপাতালে ভর্তি করানোর মতো পরিস্থিতি তৈরি হল, এখনও তা স্পষ্ট নয়। তবে কয়েকটি সূত্রে দাবি, সাবেক প্রধানমন্ত্রী শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রধান মুখ হিসাবে ২০০৪ থেকে ২০১৪ সাল ১০ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন মনমোহন সিং। নরসীমা রাও মন্ত্রিসভায় তিনি অর্থমন্ত্রী ছিলেন।