ঢাকা, ১২ জুলাই ২০২৫, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ মহরম ১৪৪৭ হিঃ

ভারত

‘ফির লায়েঙ্গে কেজরিওয়াল’, দিল্লি বিধানসভার ভোটের চূড়ান্ত তালিকা প্রকাশ আপের

মানবজমিন ডিজিটাল

(৬ মাস আগে) ১৫ ডিসেম্বর ২০২৪, রবিবার, ৫:২৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৩:২৬ অপরাহ্ন

mzamin

দিল্লিতে বিধানসভা নির্বাচনের জন্য ঝাঁপিয়ে পড়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ )। রবিবার দিল্লি বিধানসভা নির্বাচনের জন্য চতুর্থ তথা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে তারা। নতুন বছরের শুরুতেই দিল্লিতে বিধানসভা নির্বাচন। তাতে যে  একাই লড়বে শাসকদল আম আদমি পার্টি তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন কেজরিওয়াল। তিনি জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে কোনও জোটের সঙ্গে থাকছে না আপ। অর্থাৎ, সব ক’টি কেন্দ্রেই প্রার্থী দেবে তারা। সেইমতো আজ , রবিবার আম আদমি পার্টির তরফে প্রকাশ করা হল  চূড়ান্ত প্রার্থী তালিকা। আর সেই তালিকায় রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের নাম। আম আদমি পার্টি তালিকা প্রকাশ করার সময় লিখেছে, ‘ফির লায়েঙ্গে কেজরিওয়াল’। তিনি তাঁর বর্তমান কেন্দ্র থেকেই লড়বেন। আর এই উপলক্ষেই বিজেপিকে তোপ দাগলেন কেজরি। কেজরি এক্স হ্যান্ডলে লেখেন, ‘আজ আম আদমি পার্টি ৭০টি আসনেই নিজেদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। দল পূর্ণ আত্মবিশ্বাস ও সম্পূর্ণ প্রস্তুত হয়েই নির্বাচনে লড়বে। বিজেপি অদৃশ্য। ওদের কাছে না রয়েছে মুখ্যমন্ত্রীর মুখ, না দল, না পরিকল্পনা আর দিল্লির জন্য কোনও ভিশন। ওদের কেবল একটাই স্লোগান, কেবল একটাই নীতি আর কেবল একটাই মিশন- কেজরিওয়াল হটাও। 'লোকসভা নির্বাচনে দিল্লিতে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে ‘ইন্ডিয়া’র শরিক হয়েছিল আপ। কিন্তু তাতে লাভ হয়নি। লোকসভায় আপের ভরাডুবি হয়েছে খাস দিল্লিতেই! সব আসনেই বিজেপি জিতেছে। বিধানসভা নির্বাচনের আগে তাই  দিল্লির রাজনীতির  পারদ ঊর্ধ্বমুখী। চলছে নেতাদের দলবদলও। সম্প্রতি একাধিক বড় মাপের নেতা আপ ছেড়ে অন্য দলে গিয়েছেন। আবার অনেকে কংগ্রেস এবং বিজেপি ছেড়ে যোগ দিয়েছেন শাসকদলে। কেজরির দাবি,  'দিল্লির বাসিন্দারা যারা কাজ করেছে তাদেরই ভোট দেবে, গালাগালি যারা করে তাদের নয়।’

সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

ভারত থেকে আরও পড়ুন

আরও খবর

ভারত সর্বাধিক পঠিত

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের পররাষ্ট্র সচিব/ দিল্লি অধিকার প্রয়োগ করেছে

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status