খেলা
টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেতে যাচ্ছেন রিপন মণ্ডল
স্পোর্টস ডেস্ক
(১ মাস আগে) ১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ৩:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৫৫ অপরাহ্ন
ক্যারিবিয়ানদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের ক্রিকেটাররা। টেস্ট সিরিজে ড্র’র পর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটের হার দেখতে হয়েছে। আজ বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায় দ্বিতীয় ওয়ানডে মাঠে নামবেন মিরাজ-মাহমুদউল্লাহরা। ওয়ানডে সিরিজ শেষে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।
ইতিমধ্যেই গুঞ্জন শোনা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড চূড়ান্ত। এখন শুধু স্কোয়াড ঘোষণা করা বাকি। গুঞ্জন উঠেছে স্কোয়াডে ফিরছেন ওপেনার সৌম্য সরকার। প্রথমবারের মতো টি-টোয়েন্টি স্কোয়াডে থাকবেন পেসার রিপন মণ্ডল। যিনি ২০২২ সালের যুব বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেছিলেন। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে খেলেন এশিয়ান গেইমসের টি-টোয়েন্টি ম্যাচ। এদিকে এ সিরিজে দলে ফিরছেন শামীম পাটোয়ারীও।