ঢাকা, ২৫ জানুয়ারি ২০২৫, শনিবার, ১১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ২৪ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ৩

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় বিএনপি’র দুই কর্মীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। গত রোববার রাতে উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল কাঁঠালতলা মোড়ে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- সেলিম বিশ্বাস (৪৫), আইনুল ইসলাম (৫৮) ও নাছিম (২৭)। পরে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি খাস পুকুর থেকে মাছ ধরা নিয়ে গত ২৬শে নভেম্বর দুই পক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। এর জেরে রোববার রাতে পাকশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ে অবস্থানরতদের ওপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের পরিবার জানায়, সেলিম ও আইনুল বিএনপি কার্যালয়ে বসে ছিলেন। এ সময় প্রতিপক্ষ লোকজন এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিতে আইনুলের বাম হাঁটু, বাম হাতের কব্জি এবং উরুতে আঘাত লাগে। সেলিমের তলপেটে দুটি গুলি, ডান উরু, পায়ের তালু এবং কনুইতেও গুলি লাগে। এ সময় পথচারী নাছিম সেখানে উপস্থিত থাকায় গুলিতে আহত হন। হাসপাতালের চিকিৎসক ডা. কাবেরী বলেন, ‘সেলিম ও আইনুলকে প্রাথমিক চিকিৎসা শেষে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে সেলিমের তলপেটে দুটি গুলি লাগায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। পথচারী নাছিম বর্তমানে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’ ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম জানান, ‘ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

Hamdard

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status