ভারত
মমতা বন্দোপাধ্যায়ের উত্তরসূরি ঐক্যবদ্ধভাবে ঠিক করবে দল
নিজস্ব প্রতিনিধি, কলকাতা
(১ মাস আগে) ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার, ১:৫৮ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৮ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রবীণ ও নবীণ গোষ্ঠীর দ্বন্দ্ব যখন প্রকট হয়ে উঠেছে তখন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, কারও নির্দেশে কোনো কিছু ঠিক হবে ন। দলে তার উত্তরসূরি দলই ঐক্যবদ্ধভাবে ঠিক করবে। তিনি বলেন, আমি একা দল নই। সবাই মিলেই দল। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ পরিবার। তাই সিদ্ধান্ত দলই ঐক্যবদ্ধভাবে নেবে। সেইসঙ্গে তিনি বলেন, দলে সবাই গুরুত্বপূর্ণ। আজ যারা নবীন একদিন তারাই প্রবীণ হবেন।
তৃণমূল কংগ্রেসে মমতাই সর্বোচ্চ নেত্রী হিসেবে বিবেচিত হয়ে আসছে। তবে কিছুদিন হল দলের দু নম্বর হিসেবে ভাইপো তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মান্যতা দিয়েছে দলের একটি বড় অংশ। ফলে অনেক ক্ষেত্রেই অভিষেক দলের সংগঠনে তার নিজের মত আরোপ করে চলেছেন। দলের প্রবীণ নেতাদের নিয়েও তার প্রবল আপত্তি। দলের সাংগঠনিক রদবদল ও প্রশাসনিক সংস্কার প্রসঙ্গে অভিষেকের ভাবনার পরিপ্রেক্ষিতে জটিলতাও তৈরি হয়েছে। এই নিয়ে দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠার পর দলনেত্রী দলের সব রাশ নিজের হাতে নিয়েছেন । তিনি স্পষ্টই বার্তা দিয়েছেন, দলের মধ্যে তিনিই একমাত্র সিদ্ধান্ত নেবার অধিকারী।
একটি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে মমতা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ২০২৬ সালে অবশ্যই তারা রাজ্যে সরকার গড়তে চলেছেন। মানুষ যে তাদের উপর ফের আস্থা রাখবেন সে কথা মনে করিয়ে তিনি বলেন, মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। আমরাই আসব এটা আমি বিশ্বাস করি।