ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সাংবাদিক জাহিদুল করিমকে নারী ও শিশু অধিকার ফোরামের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
২ ডিসেম্বর ২০২৪, সোমবার
mzamin

চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক আমার দেশ পত্রিকার আঞ্চলিক সম্পাদক এবং সিডিএ’র বোর্ড সদস্য জাহিদুল করিম কচিকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে নারী ও শিশু অধিকার ফোরাম চট্টগ্রাম মহানগর শাখা। সংগঠনের সদস্য আরশে আজিম আরিফের উদ্যোগে শনিবার রাতে নগরীর কাজির দেউড়িস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংবর্ধনা দেয়া হয়। এতে সংবর্ধিত অতিথি সাংবাদিক জাহিদুল করিম কচিসহ উপস্থিত ছিলেন ৭১ টিভির ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, জিয়া পরিষদ চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসিম উদ্দিন চৌধুরী, মহানগর বিএনপি নেতা ও দেওয়ান বাজার ওয়ার্ড বিএনপি’র সভাপতি খন্দকার নুরুল ইসলাম, চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য শাহনেওয়াজ রিটন, বৈষম্যবিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়কারী আরিয়ান লেলিন, সাংবাদিক এম কে মনির, আজাদ হোসেন, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য, শহিদুল আলম রনি, ফজলুল করিম, আরিফুল ইসলাম রিয়াদ, মো. আজগর আলী, মাহবুব আলম অপু, আলাউদ্দিন টিপু, পাপ্পু, জুয়েল, সুমন, আবির সহ নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় আমন্ত্রিত অতিথিরা সাংবাদিক জাহিদুল করিম কচিকে নিয়ে নানা স্মৃতিচারণ করে বলেন, তিনি বিগত ১৭ বছর ধরে স্বৈরাচারী হাসিনার বাহিনীর হাতে সীমাহীন নির্যাতনের শিকার হয়েছেন। কয়েক দফায় চাকরি হারিয়েছেন। এরপরও তিনি আপস করেননি পরাজিত শক্তির সঙ্গে। সত্য ও ন্যায়ের পথে লড়াই করে গেছেন নিরলসভাবে, ভয়ভীতি উপেক্ষা করে। তিনি তিনি ছিলেন ফ্যাসিস্টের বিরুদ্ধে কথা বলা সাংবাদিকদের সাহসের বাতিঘর। ৫ই আগস্ট পর্যন্ত তিনি স্বৈরাচারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকায় ছিলেন। পরে সংগঠনটির নেতৃবৃন্দ জাহিদুল করিম কচিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং ক্রেস্ট তুলে দেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status