ঢাকা, ১৯ জানুয়ারি ২০২৫, রবিবার, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ রজব ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শ্রীমঙ্গলে ময়লার ভাগাড় স্থানান্তর হয়নি, ফের প্রতিবাদ

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) সংবাদদাতা
২ ডিসেম্বর ২০২৪, সোমবারmzamin

শ্রীমঙ্গলের তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও আবর্জনার স্তূপ অপসারণ দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।  রোববার ১ ডিসেম্বর সকালে ময়লার ভাগাড় দ্রুত অপসারণ দাবি জানিয়ে তিন শিক্ষাপ্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি কলেজ, দি বাডস্‌ রেসিডেনশিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও গাউছিয়া শফিকিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহস্রাধিক ভুক্তভোগী শিক্ষার্থীরা একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেন।  বিক্ষোভ-সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি ছিল আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে এই ময়লার ভাগাড়টি অপসারণের জন্য। কিন্তু দীর্ঘদিন থেকে এটি বাস্তবায়ন হচ্ছে না। তাই এখন আমাদের একটাই দাবি- এই ময়লার স্তূপকে স্থানান্তর করতেই হবে। কারণ এই ময়লার দুর্গন্ধের জন্য শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে পড়ছি, সেই সঙ্গে আমাদের শিক্ষা কার্যক্রমও ব্যাহত হচ্ছে, আমাদের শ্রীমঙ্গল সরকারি কলেজ প্রাচীন একটি বিদ্যাপীঠ, এখানে বহু শিক্ষার্থী পড়াশোনা করেন, সেই সঙ্গে একটি মাদ্রাসা এবং একটি স্কুল অ্যান্ড কলেজ রয়েছে, যেখানে অসংখ্য ছোট শিশু শিক্ষার্থীও রয়েছে। কিন্তু এখানকার পরিবেশ খুবই দুঃখজনক, এই ময়লার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয়ও হচ্ছে। এ ব্যাপারে মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন জানান, শিক্ষার্থীরা আমার কাছে এসেছিল। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রীমঙ্গলকে বলেছিলাম সরকারি খতিয়ানের কোনো জায়গাতে ময়লা ফেলা যায় কিনা তার খোঁজ নিতে। কিন্তু তিনি আজ (রোববার) বদলি হয়ে চলে যাওয়াতে নতুন ইউএনওকে আমি বলে দিচ্ছি  দ্রুত বিকল্প উদ্যোগ নেয়ার জন্য।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status