ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

রেড ডেভিলদের ডেরা ছেড়ে লেস্টার সিটিতে নিস্টরলয়

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ৩০ নভেম্বর ২০২৪, শনিবার, ৩:০৯ অপরাহ্ন

mzamin

ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টলরয়ের অধীনে অপরাজিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৪ ম্যাচে ৩ জয় ও ১ ড্র। অবশেষে ছাড়লেন ম্যানইউ, ছাড়ার সঙ্গে সঙ্গে ডাকও পেলেন দ্রুত। গত রোববার কোচ স্টিভ কুপারকে বরখাস্ত করার পর নতুন কোচ দ্রুতই নিয়োগ দিল লেস্টার সিটি। শুক্রবার ক্লাবটি জানায়, ফন নিস্টলরয়কে তারা ২০২৭ মৌসুমের শেষ পর্যন্ত নিয়োগ দিয়েছে।
নেদারল্যান্ডস ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই ফরোয়ার্ড গত জুলাইয়ে তার স্মৃতিময় ক্লাবে ফেরেন এরিক টেন হাগের কোচিং স্টাফের অংশ হয়ে। টানা বাজে পারফরম্যান্সের পথ ধরে গত মাসে ছাঁটাই করা হয় টেন হাগকে। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান ফন নিস্টলরয়। তারপর টানা অপরাজিত ছিল ম্যানইউ। 
নিস্টলরয়ের নতুন ক্লাব লেস্টার সিটি ২০১৫-১৬ মৌসুমে রূপকথার মতো সাফল্যে প্রিমিয়ার লীগের শিরোপা জয় করে। তবে সেই সাফল্য ধরে রাখা যায়নি। ২০২৩ সালে তো অবনমনও হয়ে যায় তাদের। এই মৌসুমে আবার তারা ফিরে আসে শীর্ষ লীগে। তবে সময়টা তাদের ভালো কাটছে না। ১২ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ১৬ নম্বরে আছে তারা। বাজে পারফরম্যান্সের কারণেই কোচ কুপারকে বরখাস্ত করে ক্লাবটি। গত জুনে দায়িত্ব পেয়ে মাত্র ১৫৭ দিন ছিলেন তিনি এই ক্লাবে। চেলসির কাছে ২-১ গোলের হারের পর তাকে বিদায় করে দেয় ক্লাব। এই দলকে টেনে তোলার কঠিন চ্যালেঞ্জ এখন ফন নিস্টলরয়ের।
ফন নিস্টলরয় এরপর বেশ কবারই প্রকাশ্যে বলেন, যে কোনো ভূমিকায় ইউনাইটেডে থেকে যেতে চান তিনি। তবে স্পোর্টিং লিসবন থেকে আমোরিম তার সাপোর্ট স্টাফের সবাইকে নিয়ে আসায় সপ্তাহ দুয়েক আগে ইউনাইটেড ছাড়তে হয় ফন নিস্টলরয়কে। মজার ব্যাপার হলো, ফন নিস্টলরয় ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে থাকার সময় ইউনাইটেড দুই ম্যাচে বিধ্বস্ত করে লেস্টার সিটিকে। এই ক্লাবের দায়িত্ব নিয়ে এখন উচ্ছ্বসিত ৪৮ বছর বয়সী ডাচ গ্রেট। নিস্টলরয় বলেন, ‘আমি গর্বিত ও রোমাঞ্চিত। লেস্টার সিটি ফুটবল ক্লাব নিয়ে যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই খুব উৎসাহ দিয়েছে। এই ক্লাবে কাজ করা মানুষগুলোর মান ও ক্লাবের সমর্থকদের নিয়ে দারুণ সব গল্প আছে এবং অবশ্যই ক্লাবের সাম্প্রতিক অতীতও দারুণ।’

 

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status