ঢাকা, ১১ ডিসেম্বর ২০২৪, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

উপদেষ্টা নিয়োগে বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে ব্লকেড কর্মসূচির ঘোষণা

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার

উপদেষ্টা নিয়োগে আঞ্চলিক বৈষম্য নিরসনের দাবিতে রংপুরে রাজপথ-রেলপথ ব্লকেড কর্মসূচির ঘোষণা করেছে শিক্ষার্থীরা। বুধবার সাধারণ ছাত্র-জনতার ব্যানারে নগরীর লালবাগ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা নগরীর মডার্ন মোড় এলাকায় যায়। সেখানে একঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমরান আহমেদ, নাহিদ হাসান খন্দকার, ডা. জামিল হোসেন, ইমতিয়াজ ইমতি, ইয়াসিন আরাফাতসহ অন্যরা।
বক্তারা বলেন, আবু সাঈদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। যে বৈষম্যের জন্য লড়াই করে ছাত্র-জনতা জীবন দিয়েছে, দেশে এখনো সেই বৈষম্য রয়ে গেছে। আমরা চাই অবিলম্বে দেশে সকল ধরনের বৈষম্য দূর করা হোক। সারা দেশের সঙ্গে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য রংপুর-রাজশাহী বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দিতে হবে।
তারা আরও বলেন, উপদেষ্টা নিয়োগে তৃতীয় দিনের মতো রংপুরে আন্দোলন চলছে। মডার্ন মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। দাবি আদায় না হলে আগামীতে রাজপথ-রেলপথ একযোগে ব্লকেড করা হবে। এ সময় সমন্বয়ক আখতার হোসেনসহ উত্তরবঙ্গ থেকে কমপক্ষে ৫ জন উপদেষ্টা নিয়োগ, আমলা ও কর্মকর্তা নিয়োগে আঞ্চলিক বৈষম্য দূর করা, পলিসি প্রণয়নে উত্তরবঙ্গের সমন্বয়কদের পরামর্শ গ্রহণ, বিতর্কিতদের অন্তর্বর্তীকালীন সরকারে না রাখা এবং উপদেষ্টাদের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিকভাবে জনসম্মুখে প্রকাশ করাসহ তিন দফা দাবি জানানো হয়। 
এসময় শিক্ষার্থীদের আন্দোলনের কারণে রাস্তার দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে জন ভোগান্তির সৃষ্টি হয়।

পাঠকের মতামত

এই অজুহাতে অনেকে দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হবে। তাদের কাজ শুধু বিশৃংখলা করে দেশকে অস্থিতিশীল করা। তবে এটা যৌক্তিক দাকি। গঠনমূলক উপায়ে এই দাবি বাস্তবায়ন করা উচিৎ। সর্বশেষ দুজন উপদেষ্টার নিয়োগও বাতিল করা যৌক্তিক। ২৪ এর চেতনায় স্বৈরাচারের পূনর্বাসন সহনীয় নয়।

স্বাধীন বাংলাদেশী
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:১৪ অপরাহ্ন

উপদেষ্টা আর কত জন লাগবে? মূল কাজে মনোযোগ দেয়া দরকার।

AA
১৪ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ৬:২২ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status