ভারত
নারীর ক্ষমতায়নে আরও একবার ‘এগিয়ে পশ্চিমবঙ্গ'
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(১ মাস আগে) ২৮ অক্টোবর ২০২৪, সোমবার, ১২:২৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০০ পূর্বাহ্ন
স্বনির্ভরতার দিক দিয়ে এগিয়ে পশ্চিমবঙ্গের নারীরা। ভারতে নারী করদাতাদের নিরিখে সেরা পাঁচ রাজ্যের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। আগে শুধু কেরল ও তামিলনাড়ু। প্রথম পাঁচ রাজ্যের বাকি দু’টি পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ। উল্লেখযোগ্য বিষয় হল, এই পাঁচ রাজ্যের মধ্যে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশে ‘বন্ধু’ তেলগু দেশম পার্টির সরকার থাকলেও কোনওটিতেই নেই বিজেপি সরকার। রিপোর্টে বলা হয়েছে, গত অর্থবর্ষে ভারতে নারী করদাতার অংশীদারিত্বের বিচারে প্রথম সারিতে রয়েছে কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পঞ্জাব ও অন্ধ্রপ্রদেশ। কেরলে মোট আয়করদাতার ২২%-২৬% নারী । তামিলনাড়ুতে ২১%-২৫%। তার পরেই ১৬%-১৯% নিয়ে পশ্চিমবঙ্গ ও পঞ্জাব। অন্ধ্রপ্রদেশে তা ১৫%-১৯%।
রাজ্যের নারীদের এই কৃতিত্বের পেছনে বিরাট ভূমিকা পালন করছে রাজ্য সরকারের আর্থিক নীতি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত নারীকল্যাণমূলক প্রকল্পগুলি। যার জেরে বাম আমলের পর থেকেই রাজ্যের নারীরা বিভিন্ন দিক থেকে ক্রমাগত স্বনির্ভর হয়ে উঠেছেন। তারা সরকারি সাহায্য পেয়ে কেউ চাকরি, কেউ ব্যবসা, কেউ স্বনির্ভর গোষ্ঠীতে যোগ দিয়ে কিংবা বিকল্প পথে রোজগার করে নিজের পায়ে দাঁড়াচ্ছেন এবং স্বাধীনচেতা হয়ে কর দান করছেন। সম্প্রতি ভারতীয় আয়করদাতাদের উপর একটি সমীক্ষা করে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। যেখানে দেখা যাচ্ছে দেশের মোট আয়করদাতাদের মধ্যে নারীদের অংশীদারিত্ব ১৫ শতাংশ। স্টেট ব্যাংকের মুখ্য আর্থিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষ জানান, নারী আয়করদাতার অংশীদারিত্বের প্রশ্নে পশ্চিমবঙ্গ-সহ বাকি রাজ্যগুলির অগ্রগতি প্রশংসনীয়। সমীক্ষায় বলা হয়েছে, দেশের মোট আয়করদাতার ১৫% নারী । কিন্তু কেরল, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, পঞ্জাব, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় কর প্রদানকারী নারীদের হার জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। তার দাবি, ‘‘এতে প্রমাণ হচ্ছে এই রাজ্যগুলিতে নারীদের আর্থিক অবস্থা বেশ মজবুত।’’