বাংলারজমিন
ধোবাউড়ায় ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যু
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
১৩ অক্টোবর ২০২৪, রবিবারময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই গ্রামে ভিমরুলের কামড়ে মসজিদের ইমাম ও তার মেয়ের মৃত্যু হয়েছে। এ ছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন ছেলে। শনিবার দুপুরে দুধনই এলাকায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার দুধনই বাজার মসজিদের ইমাম মাওলানা আবুল কাশেম (৪৮) ও তার মেয়ে লাবিবা (৮)। আহত হয়েছেন সিফাত উল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে মাওলানা আবুল কাশেম তার ছেলে সিফাত উল্লাহ ও মেয়ে লাবিবাকে নিয়ে বন্যার পানিতে নৌকায় করে ঘুরতে বের হন। এ সময় একটি গাছের নিচ দিয়ে যাওয়ার সময় তারা ভিমরুলের কামড়ে আহত হন। পরে নৌকা নিয়ে তীরে ভিড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে লাবিবাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবুল কাশেমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সেখানে সিফাত উল্লাহ চিকিৎসাধীন। ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ভিমরুলের কামড়ে বাবা-মেয়ের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।