বাংলারজমিন
সিরাজগঞ্জে হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সিরাজগঞ্জ প্রতিনিধি
৫ অক্টোবর ২০২৪, শনিবারগত ৪ঠা আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে খুন হয় সিরাজগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু। এ ঘটনায় দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিহাব আহমেদ জিহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লা থেকে জিহাদকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত শিহাব আহমেদ জিহাদ সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লার হাজী শামীম আহম্মেদের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। গতকাল দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, ছাত্রলীগ নেতা শিহাব আহমেদ জিহাদ জেলার কামারখন্দ উপজেলা ছাত্রলীগ নেতা এনামুল হক বিজয় হত্যার মামলারও প্রধান আসামি। এই মামলা দীর্ঘদিন কারাগারে আটক থাকার পর সে জামিনে ছিল। বৃহস্পতিবার রাতে তাকে যুবদল নেতা রঞ্জু হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। জিহাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।