ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মধ্যনগরে জলমহাল দখলের অভিযোগ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৪, শুক্রবার

সুনামগঞ্জের মধ্যনগরে ইজারাকৃত বাচাহানী  জলমহাল দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় এক ইউপি সদস্যসহ প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। জলমহালটি উদ্ধারের জন্য গত বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন জলমহালের ইজারাদার জিতেন্দ্র তালুকদার (৬৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার চামরদানী ইউনিয়নের দরাফপুর এলাকায় বাচাহানী নামক একটি জলমহাল রয়েছে। ওই জলমহালটি বাংলা ১৪৩১ সাল থেকে আগামী ৬ বছরের জন্য প্রতি বছর ২ লাখ ৩৪ হাজার টাকা মূল্যে ইজারা পান পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লি.। কিন্তু ৫ই আগস্ট সরকার পতনের পর জলমহালটি দখলে নেন স্থানীয় এক ইউপি সদস্যসহ একটি প্রভাবশালী চক্র। অভিযুক্তরা হলেন- তাহিরপুর উপজেলার দুর্লভপুর গ্রামের ইসমত আলীর ছেলে কয়েস মিয়া (৪০), ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও বেখইজোড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে নজরুল ইসলাম (৪০), উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের মহর উদ্দিনের ছেলে সুজন মিয়া (৪০), একই গ্রামের আরব আলীর ছেলে সুয়েল মিয়া (৪৭), সাদির রহমানের ছেলে চাঁন মিয়া (৩৮) ও তারা মিয়া (৪২), সুজন মিয়ার ছেলে মিয়ার হোসেন (২৫) ও জিয়ার হোসেন (৩০), সুয়েল মিয়ার ছেলে হাসান মিয়া (২০)। জলমহাল দখলে ইজারাদারের লোকজন বাধা দিলে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয়া হয়। এ বিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, আমার এলাকার বাইরে এই জলমহাল। আমি কেন জলমহাল দখল করতে যাবো? জলমহালটি দখলের কথা স্বীকার করে কয়েছ মিয়া জানান, বাচাহানী জলমহালটি তারা ইজারাদার জিতেন্দ্র তালুকদারের কাছ থেকে ৪ লাখ টাকায় কিনেছেন। এ ব্যাপারে তাদের কাছে লিখিত চুক্তিপত্র রয়েছে। এজন্যই তারা জলমহালটি দখল করেছেন। মধ্যনগরে অতিরিক্ত দায়িত্বে থাকা পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন জানান, এ বিষয়ে তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status