ঢাকা, ১০ নভেম্বর ২০২৪, রবিবার, ২৫ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

পিতার ২০০ কোটি টাকার সম্পত্তিতে ঠাঁই মিলছে না মেয়েদের

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

সরিষার তেল মিল মালিক পিতার রেখে যাওয়া ২০০ কোটি টাকার সম্পত্তিতে ঠাঁই মিলছে না ৮ মেয়ের। দেশের প্রচলিত আইন উপেক্ষা করে ওই সম্পত্তি থেকে মেয়েদের বঞ্চিত করেছে দুই ভাই। ঘটনাটি সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়া এলাকার সানাউল্লাহ ওয়েল মিলের মালিক মৃত সানাউল্লাহ পরিবারের। পিতার সম্পত্তির দাবিতে গত ৭ দিন ধরে বাবার বাড়িতে অবস্থান করছেন তার জীবিত মেয়ে মেহেজাবিন, সুফিয়া খাতুন ও তার নাতি নাতনিরা।
সরজমিন দেখা যায়, বাবার বিলাসবহুল  বাড়ি, আছে গাড়ি এবং ওয়েল মিল। অথচ জরাজীর্ণ বারান্দায় সন্তান নাতিদের নিয়ে অসহায়ের মতো বসে আছেন মেয়ে মেহজাবীন ও সুফিয়া খাতুন। ভাইয়ের ছেলেরা অন্যান্য রুম ও টয়লেটে তালা দেয়ায় তারা এখানে অবস্থান করছেন। দুই ভাই ও আট বোনের মধ্যে সবার ছোট মেহজাবিন বলেন, ১৯৮০ সালে বাবা মারা যাওয়ায় ভাইয়েরা সম্পত্তির ভাগ দিতে অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, মা শাহেরবানিকেও ভালোভাবে দেখাশুনা করেনি ভাইয়েরা। মা ক্ষুধার জ্বালায় এক মুষ্টি মুড়ির জন্য ছেলেদের দ্বারে দ্বারে ঘুরলেও কপালে জোটেনি খাবার। খাবারের বদলে ছেলেদের কাছ থেকে মিলেছে তিরস্কার।
তিনি বলেন, বাবার এত সম্পত্তি থেকেও আমার মা যেখানে এত কষ্ট ভোগ করে দুনিয়া ত্যাগ করেছে। আমরা সেসব সম্পত্তির সঠিক ভাগ চাই। এ বিষয়ে কথা হয় বাড়ির দখলে থাকা মৃত সানাউল্লাহ’র নাতি মাসুদ আলম লিটনের সঙ্গে। তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, দাদা সানাউল্লাহ তার সম্পত্তি দুই ছেলেকেই অর্থাৎ আমার বাবা ও চাচাকে লিখে দিয়েছেন। কোনো মেয়েকে লিখে দেননি। ফলে আমার ৮ ফুফুর এ সম্পত্তিতে কোনো অধিকার নাই।

 

 

পাঠকের মতামত

পিতা আদৌ লিখে দিয়েছেন কি না সেটি একটি বিষয়। আর লিখে দিলেও ইসলামী শরীয়াহ্ অনুযায়ী তা সঠিক কি না তা বিজ্ঞ আলেমদের মতামত নিয়ে সম্পত্তির হক আদায় করা উচিত।

আকিল
২৯ সেপ্টেম্বর ২০২৪, রবিবার, ৩:৩১ অপরাহ্ন

বিবেক তো লিখে দেননি! পাওনা দু'রকম- আইনের পাওনা ও বিবেকি পাওনা, আইনি পাওনা না মিটালে দোষের নয়, বিবেকি পাওনা না মিটাইলে অমানুষ হয়।

মো: ফারুক হোসেন
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১১:০৪ অপরাহ্ন

প্রতিবেদক সম্পত্তির মূল্য বাড়িয়ে লিখেছেন বাজার দর অনুযায়ী এর মূল্য হবে ৪.৫-৫.০ কোটি।

G.ahmed Chunnu
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৫:২৩ অপরাহ্ন

ওহে মুসলিম ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী তোমাদের বাবা/দাদার সম্পদের সঠিক বন্টন করে সকলের আখিরাতে জান্নাত লাভের হিসাব সহজ কর।

M A Ali
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩:৩৯ অপরাহ্ন

শরীয়া মোতাবেক তাদের সম্পত্তি ভাগ করার ব্যবস্থা নিলে ইহকাল পরকাল দুকালের জন্য ভালো।

Faiz Ahmed
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১০:২০ পূর্বাহ্ন

আল্লাহর বিধান অনুযায়ী মেয়েদের ভাগ দিতেই হবে। আর যে পিতা তার মেয়েদের ভাগ না দিয়ে ছেলেদের সব দিয়ে মারা যায় সে জাহান্নাম কিনে নিয়েছে যায়।

Shariful
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১০:১৫ পূর্বাহ্ন

Dear brothers your grand father cannot do this as per Islamic shariah. He will suffer in life hear after. You are alive and can rectify his wrong decision. Do not carry the legacy of your ancestor's wrong doing and free yourself from sin, you cannot take this property to the grave.

Shoaib
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১০:০২ পূর্বাহ্ন

আল্লাহর বিধান অনুযায়ী মেয়েদের ভাগ দিতেই হবে। আর যে পিতা তার মেয়েদের ভাগ না দিয়ে ছেলেদের সব দিয়ে মারা যায় সে জাহান্নাম কিনে নিয়েছে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক দীন জানার বুঝার এবং মানার শক্তি দান করুন। আমীন

পেয়ার মাহমুদ
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:১৬ পূর্বাহ্ন

আল্লাহর বিধান অনুযায়ী মেয়েদের ভাগ দিতেই হবে। আর যে পিতা তার মেয়েদের ভাগ না দিয়ে ছেলেদের সব দিয়ে মারা যায় সে জাহান্নাম কিনে নিয়েছে যায়। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক দীন জানার বুঝার এবং মানার শক্তি দান করুন। আমীন

পেয়ার মাহমুদ
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৭:১৬ পূর্বাহ্ন

যারা বোনদেরকে বাবার সম্পত্তিকে বাদ দিতে চাই ওরা মানুষ হতে পারে না অমানুষ আমি মনে করি। সুতরাং কিছু ২ ভাইয়ের দ্বারা অন্যান্য জায়গা এই সমস্যা দেখা দেয়। তাই আমি বলবো সরকারের কাছে এমন কঠোর আইন করা দরকার যেন বোনেরা বাবার সম্পত্তি থেকে বাদ না পরে এমনকি রাস্তায় ২ যাতে ঘুরতে না হয়। অতএব বাবা সম্পত্তির উপর ছেলেদের যেমন অধিকার এবং মেয়েদের ও তেমন অধিকার ।

মোঃফরিদ মিয়া
২১ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৫:৫৫ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status