বাংলারজমিন
সিলেটে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি ঘটনায় জনতার হাতে ৯ জন আটক, মামলা
স্টাফ রিপোর্টার, সিলেট থেকে
২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবারসিলেটের কোম্পানীগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে ৯ জনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার গভীর রাতে উপজেলার দয়ারবাজারস্থ পূর্ব ধলাই কিন্ডারগার্টেন সংলগ্ন নৌকাঘাট থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে তিনজন নিজেদেরকে সমন্বয়ক হিসেবে দাবি করছে। আটককৃতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেও গ্রামের আবু সাঈদ রবিন, একই গ্রামের শাহজাহান আহমদ, পাড়ুয়া নোয়াগাঁও’র আরিফ হাসান জুবায়ের, টুকেরবাজারের মো. রাজন মিয়া, শাকেরা গ্রামের দিদার হোসেন, কাঁঠালবাড়ির সেলিম মিয়া, শাহ আরেফিন গ্রামের মো. রফিকুল ইসলাম, বটেরতলের নাসির মিয়া ও বাহাদুরপুরের সোলায়মান। চাঁদাবাজির ঘটনায় বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানায় কালীবাড়ি গ্রামের নুর আহমদ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলার বাদী নুর আহমদ জানান, বুধবার গভীর রাতে মামলার আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে বালু ও পাথর শ্রমিকদের কাছে চাঁদা দাবি করে। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে গিয়ে ৯ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানিয়েছেন, আটক হওয়া ৯ জনসহ ১০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আটককৃতদের মধ্যে ৩ জন নিজেকে সমন্বয়ক দাবি করছে। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে।
Throw these heroes behind bar and throw the key.