বাংলারজমিন
চাঁপাইনবাবগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সরাতে আল্টিমেটাম
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ সেপ্টেম্বর ২০২৪, সোমবারচাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদককে প্রত্যাহারে সাত দিনের সময়সীমা বেঁধে দিয়েছে জেলা যুবদল। এরমধ্যে বিচারককে সরানো না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে জানান জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ। জেলা আইনজীবী সমিতির সামনে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সমাবেশে দেয়া বক্তব্যে এ হুঁশিয়ারি দেন। এ সময় ছাত্রদল নেতা মীম ফজলে আজিমও বক্তব্য রাখেন। জানা গেছে, পুলিশ বাদী একটি বিস্ফোরক ও নাশকতার মামলায় রোববার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপি নেতাকর্মীরা। সে সময় জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফসহ তিনজনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত বিচারক কুমার শিপন মোদক। খবরটি ছড়িয়ে পড়ার পর বিএনপি নেতাকর্মী ও বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসে ঢুকে হট্টগোল শুরু করে। একপর্যায়ে এজলাস ছেড়ে খাস কামরায় চলে যান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আইনজীবীরাও খাস কামরায় গিয়ে বিচারকের সঙ্গে দেখা করেন। পরে বিচারক জামিন মঞ্জুর করেন। মুক্তি পাওয়ার পর নেতাকর্মীরা স্লোগান দেয়া শুরু করে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন থেকে নেমে মিছিল করে আইনজীবী সমিতির সামনে আসেন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। আইনজীবী ফরিদ আহমেদ জনি বলেন, বিস্ফোরক ও নাশকতার এই মামলাটি বিচারিক দক্ষতা সেশন জজ আদালতের। পুলিশের তদন্ত প্রতিবেদন প্রাপ্তির প্রেক্ষিতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মামলাটি জেলা জজ আদালতে বদলি করবেন। যেহেতু বিচারিক ক্ষমতা সেশন জজ আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন নামঞ্জুর না করলেও পারতেন। যুবদলের আহ্বায়কসহ তিনজনের জামিন নামঞ্জুর করায় আদালতে উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে অবশ্য বিচারক জামিন দিয়েছেন।