ঢাকা, ৪ অক্টোবর ২০২৪, শুক্রবার, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতির ওপর হামলা, আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার

গোপালগঞ্জে বিএনপি’র পথসভায় আওয়ামী লীগের ব্যানার ফেস্টুন ছেঁড়াকে কেন্দ্র করে স্থানীয় জনতার সঙ্গে বিএনপি নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম জিলানী ও তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশন আরা রত্না এবং একটি স্যাটেলাইট টেলিভিশনের ক্যামেরা পার্সনসহ অন্তত ৩০ জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে।
গতকাল বিকাল ৫টার দিকে জেলা শহরের বেদগ্রাম মোড়ে পথসভা শেষ করে টুঙ্গিপাড়া রওনা হয়ে যান নেতৃবৃন্দ। যাবার পথে গোপালগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের গোবরা ঘোনাপাড়া মোড়ে অপেক্ষমাণ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে আলাপকালে বিএনপি’র এক নেতার নির্দেশে আওয়ামী লীগের কয়েকটি ব্যানার ফেস্টুন ছেঁড়া হয়। বিষয়টি ঘোনাপাড়ার স্থানীয় সাধারণ মানুষের নজরে আসলে সঙ্গে সঙ্গে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘোনাপাড়া বাজারের বেশ কয়েকটি দোকানপাট ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এ এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status