ঢাকা, ৫ অক্টোবর ২০২৪, শনিবার, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১ রবিউস সানি ১৪৪৬ হিঃ

খেলা

ভারতের বিপক্ষে নেই শরিফুল, নতুন মুখ জাকের

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ১২ সেপ্টেম্বর ২০২৪, বৃহস্পতিবার, ১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২১ পূর্বাহ্ন

mzamin

কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে পেসার কমিয়ে একজন ব্যাটার বাড়ানোর চিন্তা করছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দল ঘোষণার পর সেটাই দেখা গেলো। যদিও পেসার কমাতে বাধ্যই হয়েছে নির্বাচকরা। পাকিস্তান সিরিজের প্রথম টেস্টে কুঁচকিতে চোট পাওয়া শরিফুল ইসলাম এখনও সুস্থ হননি। ভারতের বিপক্ষে তাই দলে নেই এই বাঁহাতি পেসার। এই সিরিজে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে ডাক পেয়েছেন ব্যাটার।

আগামী রোববার ভারত সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। চেন্নাইয়ে ১৯শে সেপ্টেম্বর শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। তার আগে আজ 
দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথমবারের মতো দলে ডাক পাওয়া জাকের প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ৪৯টি। ৪ সেঞ্চুরিতে ৪১.৪৭ গড়ে রান করেছেন ২৮৬২। গত মাসে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ১৭২ রানের ইনিংস খেলেন তিনি। এর আগে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া জাকের বাংলাদেশের জার্সিতে খেলেছেন ১৭ ম্যাচ।

এদিকে শরিফুলের চোট নিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম তাঁর চোট নিয়ে তখন বলেছিলেন, ‘এসব চোটে সেরে উঠতে সাধারণত ১০ দিন লাগে, সে পুনর্বাসনপ্রক্রিয়া শুরু করেছে।’ ফলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই সুস্থ হওয়ার কথা ছিল শরীফুলের, তবে সেটি না হওয়ায় ভারতের বিপক্ষে খেলা হচ্ছে না তার। পাকিস্তানের বিপক্ষে চোটের কারণে কোনো ম্যাচ খেলতে না পারা ওপেনার মাহমুদুল হাসান জয় আছেন এই দলে।

ভারত সিরিজে বাংলাদেশ দল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মো. সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক।

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status