বিশ্বজমিন
ম্যানহাটানে একসঙ্গে কমালা-ট্রাম্প
মানবজমিন ডেস্ক
(৩ সপ্তাহ আগে) ১১ সেপ্টেম্বর ২০২৪, বুধবার, ৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৬:৩২ অপরাহ্ন
মঙ্গলবার রাতে বিতর্কের পর বুধবার সকালে নিউ ইয়র্কের ম্যানহাটানে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে একই সঙ্গে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রেসিডেন্ট পদের দুই প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। মঙ্গলবার ফিলাডেলফিয়ায় বিতর্কের আগে তাদের মধ্যে সাক্ষাৎ হয়নি। কিন্তু বিতর্কে প্রথম হাত মেলানোর পর ম্যানহাটানে একই সময়ে গিয়ে দ্বিতীয়বার আবার তারা হাস্যোজ্বল হাত মেলালেন। কুশল বিনিময় করলেন। এ সময় তাদের মাঝে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্পের পাশে এ সময় উপস্থিত ছিলেন নির্বাচনে তার রানিংমেট ওহাইওর সিনেটর জেডি ভ্যান্স।