বাংলারজমিন
কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ
কুষ্টিয়া প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারঅসহযোগ আন্দোলনের প্রথম দিনে কুষ্টিয়ার রাজপথ জনসমুদ্রে পরিণত হয়। সে সময় আন্দোলনকারীরা রাজপথ দখলে নেয়, প্রায় ৬ কিলোমিটার মিছিল নিয়ে শহর এবং মহাসড়ক প্রদর্শন করে। চলে দিনভর ধাওয়া পাল্টা ধাওয়া, এ সময় উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ, সাড়ে পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অগ্নিসংযোগ, ট্রাফিক বক্স ভাঙচুর ও কুষ্টিয়া মডেল থানায় ইট-পাটকেল নিক্ষেপ করে, একপর্যায়ে তাদের ছাত্র ভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা ফায়ার করে। তারপর থেকেই দিনভর চলে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া। সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারীরা সদর আসনের এমপি ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবু উল আলম হানিফের কুষ্টিয়াস্থ বাসায় হামলা চালিয়েছে।
রবিবার বিকেল ৬টার দিকে একদল লোক শহরের কাষ্টম মোড়-সংলগ্ন বাসায় এ হামলা চালায় বলে জানা যায়। তবে এসময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে।
হামলার সময় ওই বাড়িতে কারা অবস্থান করছিল তা বিস্তারিত জানা যায়নি। বিকেল ৬টার দিকে আন্দোলনকারীরা হানিফের বিশলাকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর এবং অগ্নিসংযোগ করে। বাড়ির সামনের কাচ এবং টংঘর ভেঙ্গে ফেলেছে বলে জানা যায়।
তবে অগ্নিসংযোগে তেমন ক্ষতি হয়নি বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে আন্দোলনকারীরা সেখান থেকে সরে যায়। পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, সেখানে পুলিশ পাঠানো হয়েছে।