ঢাকা, ১৪ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ১০ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

শাহজাদপুরে এমপি’র বাড়ি ও প্রেস ক্লাবে ভাঙচুর, অগ্নিসংযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
৫ আগস্ট ২০২৪, সোমবারmzamin

কোটা আন্দোলন ঘিরে সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার সকালে বিক্ষুব্ধ ছাত্র-জনতা একত্রিত হয়ে পৌর এলাকার করতোয়া ব্রিজ থেকে বিশাল মিছিল নিয়ে পৌর এলাকায় প্রবেশ করার সময় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় আন্দোলনকারীদের বিশাল মিছিল দেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিছু হটতে বাধ্য হয়। এক পর্যায়ে বিভিন্ন এলাকা থেকে আসা ছাত্র-জনতা চতুর্দিক থেকে পৌর এলাকায় ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যেই হাজার হাজার ছাত্র-জনতা একত্রিত হয়ে একদফা দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়ে স্লোগান দিতে থাকে। তারা ঢাকাসহ সারা দেশে ছাত্র হত্যার সুষ্ঠু বিচার ও অপরাধীদের ফাঁসির দাবিও করে। একপর্যায়ে আন্দোলনকারীরা আওয়ামী লীগ অফিস ব্যাপক ভাঙচুর ও ১০টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য কৌশলে দলীয় অফিস ছেড়ে চলে যায়। এ সময় বিশাল মিছিল নিয়ে স্থানীয় সংসদ সদস্য চয়ন ইসলামের শক্তিপুরস্থ বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। এরপর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আব্দুল হামিদ লাবলুর বাড়ি, প্রেস ক্লাব, টাউন ক্লাব, উপজেলা ক্রীড়া সংস্থা ভাঙচুর ও  পৌরসভার ১০টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় শাহজাদপুরে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। 
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ সবুজ রানা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২০-২৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করা হয় এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি সামাল দিতে তিনি নিজেও আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান। 
 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status