ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

মিছিল আর স্লোগানে উত্তাল চাঁপাইনবাবগঞ্জের রাজপথ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
৪ আগস্ট ২০২৪, রবিবার
mzamin

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহতদের হত্যার বিচারসহ ৯ দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককেও যোগ দিতে দেখা গেছে। এ সময় মিছিল-স্ল্লোগানে উত্তাল হয়ে ওঠে চাঁপাইনবাবগঞ্জ শহর। শনিবার বিকাল ৪টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের বাতেন খাঁর মোড়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। কয়েক মিনিটের মধ্যে শতাধিক শিক্ষার্থী সেখানে উপস্থিত হন। ছাত্র হত্যার বিচারের দাবিতে শুরু হয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ধীরে ধীরে বাড়তে থাকে আন্দোলনকারীদের উপস্থিতি। আধাঘণ্টার ব্যবধানে জনস্রোতে রূপ নেই মিছিলটি। সারা দেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও নয় দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা বিক্ষোভ মিছিল করেছেন। সেখান থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড় ব্লক করে প্রতিবাদ সমাবেশ করেন তারা। এ সময় ওই মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ছিল।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন- ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দেবো রক্ত, স্বৈরাচারের গদিতে আগুন জ্বালো একসাথে, জ্বালোরে জ্বালো, আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর, লেগেছেরে লেগেছে রক্তে আগুন লেগেছে।’ এদিকে মোড়ে মোড়ে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। তবে আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের কাউকে এই এলাকায় অবস্থান করতে দেখা যায়নি। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বলেন, কোটা সংস্কারের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন তারা। কিন্তু সেখানে কোনো প্রকার উস্কানি ছাড়াই হামলা চালায় ছাত্রলীগ। পরে পুলিশ তাদের আন্দোলন দমানোর জন্য গুলি চালিয়ে নির্বিচার হত্যা করে অসংখ্য সাধারণ শিক্ষার্থী ও সাধারণ মানুষকে। বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা আরও বলেন, কী দোষ ছিল আমার ভাই সাঈদের, কী দোষ ছিল মুগ্ধের। কী-ই বা দোষে এতগুলো শিশু ও নিরীহ মানুষ মরলো! কেন নির্মমভাবে তাদের হত্যা করা হলো। আমরা এই প্রতিটি হত্যার বিচার চাই।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status