বাংলারজমিন
লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
লক্ষ্মীপুর প্রতিনিধি
(১ মাস আগে) ৩ আগস্ট ২০২৪, শনিবার, ১২:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:৩৪ অপরাহ্ন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করছেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। আজ শনিবার বেলা ১১টা থেকে সড়কে অবস্থান নেন শহরের বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নানা স্লোগান দেন তারা।
এর আগে শহরের উত্তর তেমহুনী এলাকা থেকে শিক্ষার্থীরা সবার হাতে লাঠি নিয়ে মিছিল বের করলে তাদের সাথে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। মিছিলটি সড়ক প্রদক্ষিণ শেষ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে রাখে। তবে পুলিশ সতর্ক অবস্থানে থাকলেও মিছিলে কোন বাধা দেয়নি। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় লক্ষ্মীপুর সরকারি কলেজ ও মহিলা সরকারি কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষার্থী। এতে করে সড়কের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে তৈরি হয় দীর্ঘ যানজট।
এ সময় শিক্ষার্থীরা জানান, ৯ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় পর্যন্ত ঘরে ফিরে যাবেন না। অসহযোগ আন্দোলনের কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার আহাবান জানান তারা। পাশাপাশি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার না করলেও আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন বলেন, শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা চলছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।