বাংলারজমিন
দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বলন
দিনাজপুর প্রতিনিধি
(১ মাস আগে) ২ আগস্ট ২০২৪, শুক্রবার, ৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৯:১৭ অপরাহ্ন
কোটা বিরোধী আন্দোলনের কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে দিনাজপুরে পুলিশি বাধা উপেক্ষা করে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। দিনাজপুর গোর-এ শহীদ বড় ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনারে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীরা অবস্থান নিলে আইনশৃঙ্খলা বাহিনী ছত্রভঙ্গ করে দেয়। পরে সন্ধায় বালুবাড়ী শহীদ মিনার এলাকায় একত্রিত হয়ে একসাথে শত শত শিক্ষার্থী মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবেশ করে। এরপর পুলিশ তাদের অবস্থান থেকে সরে দাঁড়ায়। শিক্ষার্থীরা জানান, কর্মসূচীতে বাধা বা হামলা না করলে তা শান্তিপূর্ণ হয়। আজকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিই তার প্রমাণ। আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শান্তিপূর্ণ কর্মসূচী পালনে সহযোগিতার আহ্বান জানাচ্ছি। সেই সাথে সরকারকে আমাদের ৯ দফা দাবি মানার আহ্বান জানাচ্ছি।