ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

‘তোমরা আমার কলিজার টুকরা ছেলেকে এনে দাও’

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে
৩১ জুলাই ২০২৪, বুধবার
mzamin

কোটা সংস্কার আন্দোলনে গত ২১শে জুলাই ঢাকায় নিহত নারায়ণগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক (ওসি) মাসুদ পারভেজ ভূঁইয়ার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। নিহত এই পুলিশ কর্মকর্তার গ্রামের বাড়িতে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী ইউনিয়নের কালান্দর গ্রামের বাসিন্দা আব্দুল জব্বার ভূঁইয়া ও গুলজান বেগমের আট ছেলে-মেয়ের মধ্যে মাসুদ ষষ্ঠ। ১৯৯৬ সালে তিনি উপ-পরিদর্শক হিসেবে পুলিশে যোগদান করেন। অনেক দিন ধরে তিনি স্ত্রী ও তিন সন্তান নিয়ে ঢাকার বনশ্রীতে বসবাস করতেন। তার বড় মেয়ে ইংরেজি সাহিত্যে প্রথম বর্ষে অধ্যয়নরত। মেজো মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। সবার ছোট ছেলে ৮ম শ্রেণিতে অধ্যয়নরত। এলাকাবাসী জানান, পুলিশ পরিদর্শক মাসুদ পারভেজ ভূঁইয়া ছিলেন পরোপকারী মানুষ। কেউ সমস্যায় পড়ে এলাকার নাম বলে কল দিলেই তিনি সমাধান করে দিতেন। তার মৃত্যু কোনো ভাবেই মেনে নিতে পারছেন না এলাকাবাসী। নিহত এই পুলিশ কর্মকর্তার শতবর্ষ বয়সী মা গুলজান বেগম খাটে শুয়ে ছেলের ফ্রেম বাঁধানো একটি ছবি নিয়ে বার বার মূর্ছা যাচ্ছেন। বয়সের ভারে কিডনি, ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ সমস্যায় আক্রান্ত এই মায়ের আহাজারি কোনো ভাবেই থামছে না। বার বার তিনি আহাজারি করে বলছেন- ‘তোমরা আমার কলিজার টুকরা ছেলেকে এনে দাও; আমার ছেলে নেই এখন কে আমাকে ওষুধ কিনে দেবে? আমার ছেলেকে সন্ত্রাসীরা হত্যা করেছে, তাদের বিচার চাই।’ নিহত মাসুদ পারভেজ ভূঁইয়ার ছোট ভাই সোহেল ভূঁইয়া  বলেন, বাবা মারা যাওয়ার পর সংসারের দায়দায়িত্ব ছিল ভাইয়ের হাতে। আমাদের খোঁজখবর নেয়ার পাশাপাশি প্রতিদিন তিনবেলা খাবারের আগে মায়ের খবর নিতো। মাস শেষ হওয়ার আগেই মায়ের ওষুধ কিনে পাঠিয়ে দিতো। প্রতি মাসে মাকে একবার ডাক্তার দেখাতো। তিনি আরও বলেন, ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি নারায়ণগঞ্জে কর্মরত থাকলেও ঢাকার বাসা থেকে গিয়ে অফিস করতেন। ঘটনার দিন বাসা থেকে চা খেতে সন্ধ্যার পর বের হন তিনি। পরে অপরিচিত নম্বর থেকে বাসায় কল দিয়ে জানানো হয় ভাইকে কুপিয়ে রাস্তার মধ্যে ফেলে রাখা হয়েছে। তাকে এমনভাবে আঘাত করা হয়েছে যে, মানুষ মানুষকে এভাবে কখনো মারতে পারে না। আমি আমার ভাই হত্যার সঠিক বিচার চাই। নিহতের স্ত্রী মেরিনা আক্তার বীণা বলেন, গত ১৯শে জুলাই মাসুদকে বাসা থেকে বের হতে না করেছিলাম। কিন্তু সে সবাইকে সতর্ক করে নিজেই বের হয়ে মৃত্যু ডেকে আনলো। তার সমস্ত শরীরে শুধু আঘাতের চিহ্ন। ধারালো অস্ত্র ও রড দিয়ে মাথায়-শরীরে আঘাত করা হয়। পরে স্থানীয় এক নারী রাস্তা থেকে মাসুদকে তুলে নিয়ে রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকালে মারা যায়। পরে ওইদিন রাতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তিনি আরও বলেন, রোববার দুপুরে তিন ছেলে-মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। প্রধানমন্ত্রী হত্যার বিচারের পাশাপাশি সহযোগিতার কথা জানিয়েছেন। সহযোগিতা না পেলে তিন সন্তান নিয়ে চলা খুব কষ্ট হয়ে যাবে।
 

পাঠকের মতামত

আপনার ছেলে যাদের বুক খালি করেছে তাদের কে ফিরিয়ে দিবে?

নাগরিক
৩১ জুলাই ২০২৪, বুধবার, ৫:৩০ পূর্বাহ্ন

তোমার কলিজার টুকরা কতজনকে কলিজার টুকরা হারা করেছে!

জফাসজফ্যজগ্যজ
৩১ জুলাই ২০২৪, বুধবার, ১২:৪৯ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status