ঢাকা, ২০ সেপ্টেম্বর ২০২৪, শুক্রবার, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিঃ

বাংলারজমিন

জুড়ীতে যুবলীগ নেতার পদত্যাগ

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
২৯ জুলাই ২০২৪, সোমবারmzamin

শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে দমন করার ক্ষেত্রে আন্দোলনকারী ও সাধারণ জনগণকে নির্বিচারে হত্যা করায় বিবেকের তাড়নায় পদত্যাগ করেছেন মৌলভীবাজারের জুড়ী উপজেলা যুবলীগের সদস্য লন্ডন প্রবাসী সায়েম জাফর ইমামী। শনিবার রাতে নিজ ফেসবুক আইডিতে যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি। লন্ডনে অবস্থানরত এ যুবলীগ নেতা ফেসবুকের ভিডিও পোস্টে  বলেন, আমি উপজেলা যুবলীগের সদস্য পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করলাম।? আমি বিশ্বাস করি বাংলাদেশ একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশ। গণতান্ত্রিক দেশ হিসেবে সকল নাগরিকের যেকোনো দাবি উত্থাপনের মৌলিক অধিকার রয়েছে। কোটা আন্দোলন আমার কাছে মনে হয়েছে একটি যৌক্তিক আন্দোলন। এ যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য যেভাবে সাধারণ শিক্ষার্থীসহ জনগণকে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যুবলীগের মতো এরকম একটি সংগঠনের সঙ্গে আমার নাম জড়িয়ে থাকায় আমার নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত দংশিত হচ্ছি। এরকম ন্যক্কারজনক হত্যা ও ঘটনার নিন্দা জানাই এবং এ হত্যাযজ্ঞের বিচার দাবি করছি। জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু জানান, সায়েম আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং ছাত্রলীগের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন বিধায় যুবলীগের কমিটিতে স্থান পেয়েছিলেন। শুনেছি জাতীয় একটি বিষয় নিয়ে ফেসবুকে তিনি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। অফিসিয়ালি কোনো পদত্যাগপত্র আমরা পাইনি।

পাঠকের মতামত

থাকে বিদেশে হেই বেডায় আবার এদেশে সদস্য- খোঁজ নিলে দেখা যাবে নব্য আওয়ামীলিগার।

Akther hossain
২৯ জুলাই ২০২৪, সোমবার, ৭:১৭ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status