বিশ্বজমিন
কমালা হ্যারিসকে নিজেদের বলে দাবি করা ভারতের সেই ছোট্ট গ্রাম
মানবজমিন ডেস্ক
(৯ মাস আগে) ২৪ জুলাই ২০২৪, বুধবার, ৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২৫ পূর্বাহ্ন

থুলসেন্দ্রপুরম, দক্ষিণ ভারতের শহর চেন্নাই থেকে ৩০০ কিলোমিটার দূরে এবং ওয়াশিংটর ডিসি থেকে ১৪ হাজার কিলোমিটার দূরের ছোট্ট একটি গ্রাম। জানা যায় ভারতের ওই ছোট্ট গ্রামটিতেই বসবাস করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসের নানা-নানি। কমালা হ্যারিসকে আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়াইয়ে বাইডেন সমর্থন দেওয়ার পরপরই উচ্ছ্বাস প্রকাশ করেছেন থুলসেন্দ্রপুরমের সাধারণ জনগণ। তারা কমালাকে নিজেদের মানুষ বলে ভাবছেন। এরইমধ্যে গ্রামের কেন্দ্রে তারা কমালার বিশাল আকৃতির ব্যানার ঝুলিয়ে দিয়েছেন। মার্কিন আসন্ন নির্বাচনে কমালা যেন জয় পান সেজন্য মন্দিরে প্রতিনিয়ত পূজা-আর্চনা চলছে। এছাড়া কমালার নানার বাড়ি থেকে গোটা গ্রামের মন্দিরগুলোতে প্রার্থনা শেষে মিষ্টিও বিতরণ করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।
এতে বলা হয়, প্রেসিডেন্ট পদে লড়াই থেকে বাইডেন সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ডেমোক্র্যাট দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন দলটির অনেক নেতা। কমালা দেশটির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার ঘোষণা আসার পর পরই মার্কিন নির্বাচনের গভীর দৃষ্টি রাখছেন ভারতের ওই গ্রামের বাসিন্দারা। ওই গ্রামের বাসিন্দা কৃষ্ণমূর্তি একজন ব্যাংক কর্মকর্তা। তিনি বলেছেন, ‘একজন ভারতীয় হয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের যে পর্যায়ে কমালা পৌঁছেছেন, সেখানে পৌঁছানো সহজ কথা নয়। গ্রামবাসী তার জন্য গর্বিত। একজন ভারতীয় বংশদ্ভূত নাগরিক বিশ্বের শক্তিশালী দেশকে নেতৃত্ব দিচ্ছে এটা ভেবে আমাদের খুব ভালো লাগছে।’ বিশেষ করে ওই গ্রামের নারীরা কমালাকে নিয়ে বিশেষভাবে গর্বিত। তারা কমালাকে নিজেদের একজন মনে করছেন। কমালাকে ওই গ্রামের নারীরা সম্ভাবনার এক প্রতীক হিসেবে চিন্থিত করতে গর্বিত বোধ করছেন।
থুলসেন্দ্রপুরম আরেক বাসিন্দা অরুলমোজি সুধাকর বলেছেন, এই গ্রামের শিশু থেকে বৃদ্ধ সকলেই তাকে চেনে। তিনি বলেছেন আমার মা, বোন সবাই তার ভক্ত। তিনি আমাদের গ্রামের প্রতীক হয়ে বিশ্ব দরবারকে নেতৃত্বের যোগ্য হিসেবে গড়ে উঠেছেন। গ্রামবাসী আনন্দিত যে কমালা তার শিকড় ভুলে যাননি। কেননা কমালা হ্যারিসকে দেশটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচন করার পর ওই গ্রামের বাসিন্দারা খুশিতে আতশবাজি ফুটিয়েছেন এবং রাস্তার এখানে সেখানে তার পোস্টার লাগিয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেছেন। এছাড়া গ্রামবাসীরা বিশাল ভোজের আয়োজন করেন যেখানে গ্রামের শত শত মানুষ জড়ো হয়ে কমালার নামে স্লোগান দিয়েছেন।
উল্লেখ্য, কমালা হ্যারিস একজন ভারতীয় বংশদ্ভূদ মার্কিন নাগরিক। তার মায়ের নাম শ্যামলা গোপালান। তার মা একজন স্তন ক্যান্সার গবেষক যিনি ১৯৮৫ সালে যুক্তরাষ্ট্রের যান। এর আগ পর্যন্ত তিনি ভারতের দক্ষিণ রাজ্য তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন। কমালার নানা বাড়ি ভারতের থুলসেন্দ্রপুরম গ্রামে। গ্রামটি দক্ষিণ ভারতে অবস্থিত। শ্যমলা মাত্র ১৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রে পারি জমান এবং সেখানে পড়াশুনা করেন। তিনি ছিলেন একজন বিজ্ঞানী এবং মানবাধিকার কর্মী। কমালা তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন। কমালার মায়ের মৃত্যুর তিনি তার বোনকে নিয়ে ভারতের চেন্নাই শহরে সফর করেছিলেন। হিন্দু রীতি অনুযায়ী তারা তাদের মায়ের শেষকৃত্য অনুষ্ঠান করেন ভারতেই।
পাঠকের মতামত
মানুষ ইমোশনাল। বিশেষ করে এশিয়ার জনগণ। যে গ্রামের মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেছেন, কমলা হারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলেও তাদের বিন্দুমাত্র উপকার হবে না
Father's name hide?