খেলা
রিয়ালের দুই ফুটবলারকে বর্ণবাদী আক্রমণ করায় করায় কারাদণ্ড এক ব্যক্তির
স্পোর্টস ডেস্ক
(১০ মাস আগে) ১৮ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৯ পূর্বাহ্ন

রিয়াল মাদ্রদের দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র আন্তোনিও রুডিগারকে বর্ণবাদী আক্রমণ করায় এক ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেছে স্পেনের একটি আদালত। তাকে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার এক বিবৃতিতে লা লিগা চ্যাম্পিয়নরা জানায়, ‘স্পেনের ক্রীড়া পত্রিকা মার্কা’র ডিজিটাল সংস্করণের ফোরামে বিভিন্ন ছদ্মনামে বর্ণবাদী আক্রমণের পাশাপাশি রুডিগারের ধর্ম নিয়েও কটূক্তি করেন ওই ব্যক্তি।’
কারাদণ্ডের পাশাপাশি ওই ব্যক্তিকে ২০ মাসের জন্য মার্কার ফোরামে অংশগ্রহণ না করার আদেশ দিয়েছেন আদালত। তবে বৈষম্যহীন কর্মসূচিতে অংশগ্রহণের শর্তে তার কারাদণ্ডের সাজা স্থগিত করা হয়েছে।
লা লিগায় ভিনিসিয়ুসকে বর্ণবাদের অভিযোগ নতুন নয়। বরং এটা নিয়ে ফিফা সভাপতিও কথা বলেছেন। এর আগে একই ঘটনায় ভ্যালেন্সিয়ার গত মাসে তিন সমর্থককে আট মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত।ওই তিন সমর্থককে দুই বছরের জন্য ফুটবল স্টেডিয়ামে প্রবেশে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
যদিও স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে সচরাচর কারাবাস করতে হয় না। ২০১৮ সালে রেয়ালে যোগ দেওয়ার পর থেকে অসংখ্যবার প্রতিপক্ষের সমর্থকদের বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস।