বাংলারজমিন
দর্শনায় ফেনসিডিলসহ মাদক কারবারি আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
১২ জুলাই ২০২৪, শুক্রবারচুয়াডাঙ্গার দর্শনায় নিজ বাড়ি থেকে ৪১ বোতল ফেনসিডিলসহ মো. রাসেল (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে দর্শনা থানা এলাকার আনোয়ারপুর হঠাৎপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক রাসেল হঠাৎপাড়ার জালাল উদ্দীন গাজীর ছেলে। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের সহকারী পরিচালক শিরীন আক্তারের নেতৃত্বে হঠাৎপাড়া গ্রামের মো. রাসেলের বসতবাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে রাসেলের বসতঘরের চৌকির নিচ থেকে একটি প্লাস্টিকের বাজার করার ব্যাগ তল্লাশি করে ৪১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরিদর্শক নাজমুল হোসেন খান আরও জানান, এ বিষয়ে দর্শনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত ফেনসিডিল ও আটক আসামিকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে।