ভারত
১৭ দিনে ১২টি
বিহারে আবার ভেঙে পড়ল সেতু
মানবজমিন ডিজিটাল
(৬ মাস আগে) ৪ জুলাই ২০২৪, বৃহস্পতিবার, ৭:৫৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:২১ অপরাহ্ন
প্রবল বৃষ্টিতে ভারতের বিহার রাজ্যে সেতু বিপর্যয় অব্যাহত। সারন জেলায় গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি বৃহস্পতিবার ভেঙে পড়েছে বলে খবর পাওয়া যায়। বিহারে এই নিয়ে গত ১৭ দিনে পর পর ১২টি সেতু ভেঙেছে। গত ২৪ ঘণ্টায় এই নিয়ে শুধুমাত্র সারন জেলাতেই তিনটি সেতু ভেঙে পড়েছে। সোশ্যাল মিডিয়ায় দ্রুত এই সেতু ভাঙার ছবি ছড়িয়ে পড়ে। তাতে দেখা গিয়েছে, গণ্ডকী নদীর উপর তৈরি সেতুটি মাঝখান থেকেই ভেঙে পড়েছে। সারন এবং সিওয়ান জেলার মধ্যে সংযোগকারী এই সেতুটি ১৫ বছরের পুরনো বলে স্থায়ীয় বাসিন্দারা জানিয়েছেন। সেতু ভাঙার ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
কী কারণে সেতুটি ভেঙে পড়ল সেই নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। যদিও স্থানীয়দের দাবি, সম্প্রতি নদী থেকে পলি তোলার কাজ শুরু হয়। তার পরই এই বিপত্তি। স্থানীয় প্রশাসন যদিও পলি তোলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে জেলাশাসক বলেন, “১৫ বছর আগে সেতুটির নির্মাণ হয়। আমি ঘটনাস্থলে যাচ্ছি। প্রশাসনিক আধিকারিকরাও পৌঁছচ্ছেন। সেতু ভেঙে পড়ার কারণ এখনও জানা যায়নি।”
১৮ জুন বিহারে প্রথম সেতু ভাঙার খবর প্রকাশ্যে আসে। আরারিয়া জেলায় সেতু ভাঙার পর ২২ তারিখ সিওয়ানেও একই ভাবে নদীর উপর ভেঙে পড়ে একটি সেতু। এর পর ক্রমে পূর্ব চম্পারন, কিসানগঞ্জ, মধুবনী, মুজফ্ফরপুরে সেতু ভেঙেছে। ৩ জুলাই সিওয়ানে তিনটি সেতু এবং সারনে দু’টি সেতু ভেঙে পড়ে। বৃহস্পতিবার সেই তালিকায় নতুন সংযোজন সারনের আরও একটি সেতু।
যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের পুরোনো সেতুগুলি সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে কোনও সেতু মেরামতের দরকার হলে তা চিহ্নিত করতে বলেছেন। সংশ্লিষ্ট আধিকারিকেরা সেই কাজ শুরু করেছেন। অন্যদিকে স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।
সূত্র: ইন্ডিয়া টুডে