ভারত
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, ২৪ লক্ষ প্রতারিত পড়ুয়ার হয়ে সংসদে সরব ইন্ডিয়া জোট'
সেবন্তী ভট্টাচার্য্য , কলকাতা থেকে
(৮ মাস আগে) ২৮ জুন ২০২৪, শুক্রবার, ২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২২ পূর্বাহ্ন

নিট ইস্যু নিয়ে উত্তাল ভারতের সংসদ ভবন। মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নম্বরের কেলেঙ্কারি নিয়ে আলোচনার দাবিতে সুর চড়ায় বিরোধী দলগুলি। হই-হট্টগোলে উত্তাল হয় সংসদ। যার জেরে প্রথমে দুপুর ১২টা তারপর গোটা দিনের জন্যই অধিবেশন মুলতুবি করে দেন স্পিকার ওম বিড়লা। এই মর্মে সকাল থেকেই সুর চড়ান লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী । তিনি বলেন, 'বিরোধীরা চাইছিল দেশের যুবসমাজের উদ্দেশে সরকার এবং বিরোধীদের একটি যুগ্ম বার্তা যাক। কিন্তু, নরেন্দ্র মোদির সরকার সেটা চায়নি।' এমনকী নিট নিয়ে বলতে গেলে রাহুলের মাইক বন্ধ করে দেওয়া হয় বলেও অভিযোগ কংগ্রেসের। বিরোধীরা যে ২৪ লক্ষ প্রতারিত পড়ুয়ার হয়ে সংসদে আওয়াজ তুলতে চায়, সেটা অধিবেশন শুরুর আগেই জানিয়ে দিয়েছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। গত ২৪ জুন নিটের প্রশ্নফাঁস নিয়ে দেশব্যাপী আন্দোলনের মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর কাছে মমতা দাবি জানান, মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষায় ফেরানো হোক পুরানো পদ্ধতি। সর্বভারতীয় ক্ষেত্রে নিট বাতিল করে আগের মতোই হোক রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা।
বিরোধীদের দাবি, এই মুহূর্তে দেশের সবচেয়ে জ্বলন্ত ইস্যু নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি। এর সঙ্গে জড়িয়ে পড়ুয়াদের ভবিষ্যৎ। ফলে অন্য সব অ্যাজেন্ডার আগে নিট ইস্যুতে আলোচনা প্রয়োজন সংসদে। সরকার পক্ষ তা মানতে না চাওয়ায় শেষ পর্যন্ত বিক্ষোভ শুরু করে ইন্ডিয়া জোট। এদিন নিট ইস্যুতে সংসদের দুই কক্ষেই মুলতুবি প্রস্তাব আনা হয় বিরোধী সাংসদদের পক্ষ থেকে। কিন্তু, স্পিকার ওম বিড়লা জানিয়ে দেন, প্রেসিডেন্টের ভাষণ নিয়ে আলোচনার আগে মুলতুবি প্রস্তাব গ্রহণ করা যাবে না। একইসঙ্গে নিট নিয়ে আলোচনার দাবিও খারিজ করে দেন তিনি। ইন্ডিয়া জোটের তরফে রাহুল গান্ধী স্পিকার ওম বিড়লার কাছে নিট ইস্যুতে আলোচনার অনুমতি চাইলেও স্পিকার মুলতুবি প্রস্তাব গ্রহণ করেননি। যার জেরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। তারপরই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়।