বাংলারজমিন
সুশিক্ষিত প্রজন্ম গঠনে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ সরকার: এমপি শাওন
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
(১০ মাস আগে) ১৯ জুন ২০২৪, বুধবার, ১২:১০ পূর্বাহ্ন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শী পদক্ষেপে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখন নতুন ভিশন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ। আগামীর সেই স্মার্ট বাংলাদেশে নেতৃত্ব দেবে স্মার্ট ও সুশিক্ষিত প্রজন্ম। এ জন্য বর্তমান সরকার শিক্ষার মান্নোয়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। সুশিক্ষিত প্রজন্ম গঠনেও নিরলসভাবে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বতাধীন আওয়ামী লীগ সরকার।
মঙ্গলবার রাতে ভোলার লালমোহন উপজেলায় ‘লালমোহন স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুইশত মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
লালমোহন স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাইমুল হাসান শুভর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. সাকিব হাওলাদারের সঞ্চালনায় এ সময় নাওয়াল গ্রুপের চেয়ারম্যান ফারজানা চৌধুরী রত্না, লালমোহন পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাকির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।