খেলা
সাকিবের সঙ্গে বাকযুদ্ধ নিয়ে যা বললেন রোহিত
স্পোর্টস ডেস্ক
(৩ মাস আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ৯:৩৭ অপরাহ্ন
৪ ওভার ৭ রান ৪ উইকেট। এর মধ্যে ২১ বলে আসেনি কোনো রান। শুনতে অবিশ্বাস্য হলেও নেপালের বিপক্ষে আজ এমনই বোলিং করেছেন বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব।।
এদিন তানজিমের সঙ্গে বাকযুদ্ধ হয় নেপাল অধিনায়ক রোহিতের। এক ডেলিভারির পর ফলো থ্রু-তে নেপাল অধিনায়কের দিকে চোখ রাঙালেন তানজিম। পরমুহূর্তেই কিছু একটা বলতে দেখা গেল তাকে। পাল্টা জবাব দিলেন রোহিতও। পরের ওভারে বোলিংয়ে রোহিতকে ফিরিয়ে ব্যক্তিগত এই লড়াইটা জিতে নিলেন বাংলাদেশের পেসার।
মাঠে তানজিমের সঙ্গে হওয়া বাকযুদ্ধের বিষয়টিও খোলাসা করেন নেপাল অধিনায়ক। তিনি বলেন, 'আমাদের মধ্যে তেমন কিছু নেই। সে সামনে এসে বলল যে, ‘মারো।’ আর আমি বললাম যে, ‘যাও বোলিং করো।’ আর কিছু না।'
ম্যাচ শেষে নেপাল অধিনায়ক রোহিত পাউডেল বললেন তানজিমের কাছেই হেরেছেন তারা।
সংবাদ সম্মেলনে রোহিত বলেন, 'তানজিম খুবই ভালো বোলিং করেছে। আমি বলব, নতুন বলে সে আমাদের হারিয়ে দিয়েছে। সে অসাধারণ বোলিং করেছে। উইকেট চ্যালেঞ্জিং ছিল। আমি মনে করি, তানজিম সঠিক জায়গায় বল করেছে এবং আমাদের ব্যাটিং চাপে ফেলে দিয়েছে।'