ঢাকা, ৯ জুলাই ২০২৫, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ মহরম ১৪৪৭ হিঃ

বাংলারজমিন

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

বাংলারজমিন ডেস্ক
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার

দেশের বিভিন্ন জেলায় গতকাল সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় ২, শৈলকুপা, নাজিরপুর, দামুড়হুদা, তারাকান্দা, পটুয়াখালী একজন রয়েছেন। এছাড়া শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় একজন নিহত হন। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে- 
স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে জানান,  কুমিল্লায় গরু বহনকারী ট্রাক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ১৭টি গরু নিয়ে লাকসামের দিকে যাচ্ছিল একটি ট্রাক। কোরবানির পশুর হাটে বিক্রির উদ্দেশে যাচ্ছিল তারা। ইলিয়টগঞ্জের পুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় ট্রাকটি। এ সময় ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আশপাশে ছিটকে পড়ে ট্রাকে থাকা গরুগুলো। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তাদের মধ্যে রাসেল নামের একজনের পরিচয় আমরা পেয়েছি। তিনি গরু ব্যবসায়ী। অন্যজনের পরিচয় শনাক্তে কাজ চলছে। এ দুর্ঘটনায় দুটি গরু মারা গেছে। আরও ১৫টি গরু স্থানীয়দের সহযোগিতায় নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।  
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, শৈলকুপার ভাটই বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবীর হোসেন (১২) নামের শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবীর শৈলকুপার দুধসর  গ্রামের শানু বিশ্বাসের ছেলে।
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি জানান, নাজিরপুরে মামার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে (ভাগিনা) তাকরিম শেখ (০২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বিকাল ২টায় উপজেলার চালিতাবাড়ী নামক স্থানে। শিশু তাকরিম উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মো. ইমরান হোসেনের পুত্র।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি জানান, আলমডাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় রাজিবুল ইসলাম (২৮) নামের এক গরু ব্যবসায়ী (মোটরসাইকেল চালক) নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার দিকে আলমডাঙ্গায় কুয়াতলায় এ দুর্ঘটনা ঘটে। তিনি উপজেলার হারদি ইউনিয়নের থানাপাড়ার বুদো মিয়ার ছেলে। 
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের তারাকান্দায় ট্রাকের চাপায় এমদাদুল হক (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। তিনি উপজেলার কাকনি ইউনিয়নের গোয়াতলা গ্রামের মৃত রমজান আলীর পুত্র। বুধবার ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোয়াতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীতে ব্যাটারি চালিত অটো রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অধরা ইসলাম মোহনা (১৮) আগামী ৩০ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষার্থীয় অংশ নেয়ার কথা ছিল।
শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রেনের ধাক্কায় সিএনজির এক নারী যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। আহতদের আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার দুপুর ১ টারদিকে লস্করপুর রেলগেইটে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

 

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

দেনমোহর কমাতে অভিনব কৌশল/ তালাকের পর আবার বিয়ে, কিছুই জানে না গৃহবধূ

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status