বাংলারজমিন
ত্রিশালে গর্ত থেকে এক নারী ও ২ শিশুর লাশ উদ্ধার
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
২২ মে ২০২৪, বুধবারময়মনসিংহের ত্রিশালে এক গর্ত থেকে এক নারী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর ইউনিয়নের কাকচর নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রথমে গর্ত থেকে এক শিশুর মরদেহ টেনে বের করে শিয়াল। পরে পুলিশ গর্ত খুঁড়ে শিশুসহ ও এক নারীর মরদেহ উদ্ধার করে। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। শিশু দুটির বয়স যথাক্রমে তিন ও ছয় বছর। থানার ওসি সত্যতা নিশ্চিত করে জানান, সপ্তাহখানেক আগে ওই নারী ও দুই শিশুকে হত্যা করে মরদেহ মাটিতে পুঁতে রাখা হয়। পরে শিয়াল শিশুর মরদেহ গর্ত থেকে টেনে বের করে। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ এসে গর্ত খুঁড়ে এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করে। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে নিহতরা স্থানীয় এলাকার না। অন্য কোথাও হত্যার পর মরদেহ এখানে এনে পুঁতে রাখা হয়। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।