খেলা
তাসকিনকে দলে নিয়েছে কলম্বো, অবিক্রীত তামিম, মুশফিক, লিটন
স্পোর্টস রিপোর্টার
২২ মে ২০২৪, বুধবারটি-টোয়েন্টি বিশ্বকাপের পর মাঠে গড়াবে লঙ্কা প্রিমিয়ার লীগের (এলপিএল) এবারের আসর। গতকাল অনুষ্ঠিত হয়েছে এলপিএলের নিলাম। এলপিএলের এবারের নিলামে ২৪ দেশের ৫০০ এর বেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। নিলামের আগেই আইকন খেলোয়াড় হিসেবে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দাম্বুলা থান্ডার্স। নিলাম থেকে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদকে নিয়েছে কলম্বো স্ট্রাইকার্স। বেস প্রাইজ ৫০ হাজার ডলারে তাসকিনকে দলে নেয় কলম্বো। এর আগে ২০২১ সালেও তাসকিনকে দলে নিয়েছিল কলম্বো স্ট্রাইকার্স। নিলাম থেকে তাসকিন দল পেলেও লিটন-মুশফিক অবিক্রীত রয়েছেন। এবারের আইপিএলেও দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাসকিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কলকাতা নাইট রাইডার্স ও পাঞ্জাব কিংস দলে ভেড়াতে চেয়েছিল বলে জানিয়েছিলেন তাসকিন। তবে শেষ পর্যন্ত বিসিবি’র আপত্তিতে কোনো দলের সঙ্গেই চুক্তি করেননি তিনি। বাংলাদেশের হয়ে ৬১টি টি-টোয়েন্টি খেলে ৬৪ উইকেট নিয়েছেন তাসকিন। টি-টোয়েন্টিতে ১৫৬ ম্যাচে তার উইকেট ১৮৩টি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন এই পেসার। নিলামের জন্য নিবন্ধিত বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে লিটন দাস ও মুশফিকুর রহীমকে নিলামে তোলা হলেও তাদেরকে নেয়নি কোনো দল। মুশফিকের বেস প্রাইজ ছিল ৫০ হাজার ডলার, লিটনের ৩০ হাজার ডলার। নিলামের প্রথমদিকে আনসোল্ড থেকে গেলেন লিটন ও মুশফিক। নিলামের প্রথম রাউন্ডে দল পাননি বাংলাদেশের দুই ব্যাটসম্যান তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তও। এলপিএলের গত আসরে জাফনার হয়ে খেলেছিলেন হৃদয়। বাংলাদেশের অধিনায়ক শান্তর বেস প্রাইস ছিল ৪০ হাজার ডলার। এর আগে শ্রীলঙ্কান বোর্ড নিলামের জন্য নিবন্ধিত খেলোয়াড়দের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল। এরা ছাড়াও বাংলাদেশ থেকে এবারের নিলামে আগ্রহ দেখানোর তালিকায় ছিলেন তামিম ইকবাল। এবারের নিলামে অবশ্য পুরোটা সময়েই বিস্ময় উপহার দিয়েছিল লঙ্কান ফ্র্যাঞ্চাইজিগুলো। পাথুম নিশাঙ্কা, রাসি ভ্যান ডার ডুসেন, মার্টিন গাপটিল কিংবা কুশাল পেরেরার মতো খেলোয়াড়দের জন্য আগ্রহী ছিলেন না কেউই। তবে জানিথ লিয়ানাগে এবং দুনিথ ভেল্লালাগের মতো অলরাউন্ডারের জন্য লড়াই জমেছিল বেশ। ইব্রাহিম জাদরানও নজর কেড়েছেন। মোস্তাফিজুর রহমানের ডাম্বুলা এখন পর্যন্ত কিনেছে কেবল একজনকেই। ১৪ হাজারে কেবল লাহিরু উদারাকেই দলে টেনেছে তারা। লঙ্কা প্রিমিয়ার লীগের পঞ্চম আসর শুরু হবে আগামী ১লা জুলাই।