ঢাকা, ২৪ মে ২০২৪, শুক্রবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির বাংলাদেশি মাস্টার মাইন্ড অপু আটক

আরিফুল ইসলাম, মালয়েশিয়া

(১ সপ্তাহ আগে) ১৩ মে ২০২৪, সোমবার, ১২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:২৪ পূর্বাহ্ন

mzamin

প্রথমবারের মতো কোন বাংলাদেশি পাসপোর্ট সিন্ডিকেটের মূল পরিকল্পনাকারী সন্দেহে এক বাংলাদেশীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বাংলাদেশি এই সিন্ডিকেট দুই বছর ধরে পাসপোর্ট টেম্পারিংয়ের সাথে যুক্ত রয়েছে বলে জানিয়েছে দেশটির ইমিগ্রেশন।

যে সমস্ত প্রবাসীদের পাসপোর্টের মেয়াদ শেষছে তাদের পাসপোর্টের প্রথম পাতা ছিড়ে সেটাকে পরির্তন করে মেয়াদ বাড়ানোর কাজ করে তারা। 
এই সিন্ডিকেট জাল পাসপোর্ট করার জন্য জনপ্রতি ১ হাজার থেকে ১৫০০রিঙ্গিত নিয়ে থাকে।

দেশটির স্থানীয় অনলাইন নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, জাল এ পাসপোর্টগুলো মূলত বিদেশী শ্রমিকদের মেডিকেল পরীক্ষা ও পর্যবেক্ষণ সংস্থা (ফোমেমা) ছাড়পত্র পাওয়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে।

ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, অপু ভাই নামে পরিচিত ৩৮ বছর বয়সী মাস্টারমাইন্ড সহ তার সঙ্গী, ৪০ বছর বয়সী ফিলিপিন নাগরিকেও আটক করা হয়। তাদের পাসপোর্টের ভিসার মেয়াদ ছিলোনা। অবৈধ ভাবে অতিরিক্ত সময় তারাঅবস্থান করছিলেন।

শুক্রবার দেশটির রাজধানীর কাজাং এলাকায় অভিযান চালিয়ে ১টি কম্পিউটার এবং ২১১টি মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট জব্দ করেছে। যার মধ্যে ১৯৯ টি বাংলাদেশের পাসপোর্ট ও অন্যদের মধ্যে ভারত, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার পাসপোর্ট রয়েছে বলে জানাগেছে।

তারা জাল কাগজপত্র সহ ৩১টি প্রথম পাতার শিট, ১৪৪টি ফোমেমা ফরম, নথিপত্র জাল করার বিভিন্ন সরঞ্জাম সহ নগদ ১৬০০০ রিঙ্গিত জব্দ করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। পাসপোর্টগুলো অজিরিনাল হলেও শুধুমাত্র প্রথম পাতা জাল।

ইমিগ্রেশন প্রধান আরো জানিয়েছে, সিন্ডিকেটটি প্রথম পৃষ্ঠার তথ্য তুলে ফেলার জন্য এক ধরণের তেল ব্যবহার করে থাকে। পরে এটি আপডেট হওয়ার পর মেয়াদের তারিখ সহ নতুন পাতাটি প্রিন্ট করে আপডেট করে।

তিনি আরো জানিয়েছেন, তিন সপ্তাহ ধরে বিভাগটি এ সিন্ডিকেটেটিকে ধরতে তদন্ত করছে। আমরা কেবল কুয়ালালামপুর এবং ক্লাংয়ে নয়,  জোহরেও এমন ঘটনা ঘটতে পারে আর এর সম্ভাবনাও আমরা খতিয়ে দেখছি।

রাসলিন আরো বলেন, অভিবাসন আইন ১৯৫৬/৬৩ এর ৬৬ডি এবং পাসপোর্ট আইন ১৯৬৩ এর ধারা ১২(১)(এ) এর অধীনে তদন্তের সুবিধার্থে উভয় সন্দেহভাজনকে পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

তিনি বলেন, বিদেশীরা তাদের নিজ দেশে ফিরে যেতে চায় না তাই তারা বেআইনি উপায়ে এখানে থেকে যাবার উপায় খোঁজে। আমরা নথি জাল করার সকল সমস্যা মোকাবেলায় তাদের  বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

বিজ্ঞাপন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status