অনলাইন
এমপি আনার হত্যা
পরিকল্পনা করা হয় দুই-তিন মাস ধরে: ডিবি
স্টাফ রিপোর্টার
(৬ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:২৪ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:৪০ অপরাহ্ন
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা হয় দুই থেকে তিন মাস আগে। ঢাকায় পুলিশের নজরদারির কারণে হত্যার স্থান হিসেবে বেছে নেয়া হয় কলকাতাকে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি।
ডিবিপ্রধান বলেন, রাজধানীর গুলশান ও বসুন্ধরার দুই বাসায় এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করা হয় দুই-তিন মাস আগে। তারা পরিকল্পনা করেছিল ঢাকায় হত্যা করবে। কিন্তু বাংলাদেশ পুলিশের নজরদারি ও ঢাকায় যেকোনো হত্যাকাণ্ডের পরে সব হত্যার ক্লু পুলিশ বের করেছে বলেই হত্যাকারীরা কলকাতায় এমপিকে হত্যা করেছে।
হারুন অর রশীদ বলেন, বিদেশের মাটিতে অপরাধ করলে বাংলাদেশ পুলিশের নজরে আসবে না বলেই অপরাধীরা কলকাতা বেছে নেয়। বাংলাদেশের মাটিতে অপরাধ করার সাহস পায়নি। তবে তারা এ হত্যাকাণ্ডের পর পালিয়ে থাকতে পারেনি। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি। আরও কয়েকজনকে নজরাদিতে রাখা হয়েছে।
Ay kaj Indian Raw er
ডিবির কাজ ঘটনার সম্পাদন হওয়ার আগেই ওই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নেয়া তাহলে প্রশ্ন এই দুই তিন মাস ধরে ডিবি কি করেছিল ?
ভারত বুঝি হত্যাকান্ডের আর জঙ্গি ট্রেনিংয়ের নিরাপদ স্থান?
মনেহচ্ছে হত্যার পরিকল্পনাকারী ভিকটিমের পুরো বায়োডাটার খবর রাখতো। বাল্যবন্ধু বলে কথা । তাই মহিলা দিয়েই বর্শী গেঁথেছিল আর ঐটাই ছিল ভিকটিমের কমজোরি।
সব কিছুতেই নেতিবাচক দেখবেন না। দেখুন, এটা ডি বি সম্ভবত জানতে পেরেছে ঢাকাতে পরবর্তীতে আটক ব্যাক্তিদের কাছ থকে তাদের দেওয়া তথ্য মতে।
হত্যা পরিকল্পনা দুই-তিন মাস ধরে করা হলে ডিবি কি করেছে? ডিবি কি বিএনপির অফিসে গিয়ে বসে ছিল? তাদের কাওকে ফাঁসানো যায় কিনা?