ঢাকা, ২ ডিসেম্বর ২০২৪, সোমবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬ হিঃ

অনলাইন

ইউক্রেনের পতাকার রঙে চুল রঞ্জিত করে জরিমানার মুখে রাশিয়ান ব্যক্তি

মানবজমিন ডিজিটাল

(৬ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ৪:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৩৯ পূর্বাহ্ন

mzamin

ইউক্রেনের পতাকার রঙে চুল রঞ্জিত করার দায়ে একজন রাশিয়ান ব্যক্তিকে ৩০,০০০ রুবল (৩৩০ ডলার) জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত। অধিকার গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, রাশিয়ান সেনাবাহিনীকে বদনাম করার অভিযোগ আনা হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে । অনলাইনে পোস্ট করা স্ট্যানিস্লাভ নেটেসভের ফটোগ্রাফে দেখা যাচ্ছে ২৫ বছর বয়সী ছেলেটি ইউক্রেনের পতাকার অনুরূপ  তাঁর চুলে  উজ্জ্বল নীল, সবুজ এবং হলুদ রং করেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে মস্কোর পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ২০,০০০ জনেরও বেশি লোককে তাদের যুদ্ধবিরোধী অবস্থানের জন্য আটক করা হয়েছে, ৯০০ জনেরও বেশি লোককে ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। নেটেসভকে ৩মে রাশিয়ান সশস্ত্র বাহিনীকে অসম্মান করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল। 

আদালতে, নেটেসভ অস্বীকার করেছেন যে তার চুলের রঙ প্রতিবাদের বহিঃপ্রকাশ।  মিডিয়াজোনার  রিপোর্ট মোতাবেক, নেটেসভ বলেছেন যে তিনি ইউক্রেন বা রাশিয়ান কোনো সেনাবাহিনীকেই  সমর্থন করেন না, কয়েক বছর ধরে তিনি তার চুলে  উজ্জ্বল রং করাচ্ছেন । যদিও এই অভিযোগ প্রসঙ্গে নেটেসভ মুখ খুলতে চাননি। নেটেসভের  বিরুদ্ধে মামলা শুরু হয় এপ্রিলের শেষের দিকে, যখন তিনি গভীর রাতে কাজ থেকে বাড়ি ফেরার সময় অজ্ঞাত ব্যক্তিদের দ্বারা আক্রান্ত হন। হামলাকারীরা তার মোবাইল ফোন চুরি করে এবং তার একটি দাঁত উপড়ে ফেলে। নেটেসভ ওভিডি-ইনফোকে বলেন,  যুদ্ধের বিরোধিতা করার জন্য তিনি হামলার শিকার হন। তিনি পুলিশে রিপোর্ট করতে গেলে রাশিয়ান পুলিশ অফিসাররা তার চুল দেখেন এবং  অসম্মানজনকভাবে আইনের অধীনে অভিযুক্ত করেন। কর্মকর্তারা নেটেসভকে একটি সামরিক অফিসে রিপোর্ট করার জন্য  সমনও পাঠিয়েছিলেন । তিনি তখন অফিসারদের জানান যে, তিনি একজন ট্রান্সজেন্ডার পুরুষ, তারপরে তারা সমন বাতিল করে।

সূত্র: আরব নিউজ

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status