অনলাইন
'প্রধানমন্ত্রীকে যৌন কেলেঙ্কারিতে জড়াতে আমাকে ১০০ কোটি টাকার অফার করা হয়েছিলো'
মানবজমিন ডিজিটাল
(৭ মাস আগে) ১৮ মে ২০২৪, শনিবার, ৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:২৭ পূর্বাহ্ন
বর্তমানে জেলবন্দি ভারতের কর্নাটক রাজ্যের দাপুটে বিজেপি নেতা জি দেবরাজে গৌড়া। প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার নাতি প্রজ্বল রেভান্নার যৌন নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগ রয়েছে দেবরাজে গৌড়ার বিরুদ্ধে। রয়েছে যৌন হেনস্তার মামলাও। জেলে থাকা অবস্থাতেই এবার চাঞ্চল্যকর দাবি করে বসলেন জেলবন্দি বিজেপি নেতা। তাঁর দাবি ,“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে যৌন কেলেঙ্কারিতে জড়ানোর ষড়যন্ত্র করেছেন শিবকুমার। মিথ্যা বলে মোদিকে বদনাম করার জন্য আমাকে ১০০ কোটি টাকার টোপও দিয়েছিলেন তিনি। আমি তা মেনে নিইনি। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ক্যারিয়ার শেষ করতেও উঠেপড়ে লেগেছেন শিবকুমার। আমি প্রস্তাব প্রত্যাখ্যান করার পর, আমার বিরুদ্ধে থানায় মামলা করা হয় এবং আমাকে গ্রেপ্তার করা হয়। আমি মুক্তি পেলেই তাঁর কারসাজি সামনে আনবো। কর্ণাটকে কংগ্রেস সরকারের পতন হতে চলেছে। ''৩৬ বছর বয়সি এক নারীর অভিযোগের ভিত্তিতে গত ১১ মে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর পরে পুলিশের গাড়ি থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, দেবরাজে গৌড়া দাবি করেছিলেন যে শিবকুমার নাকি তাকে ৫ কোটি টাকা অগ্রিম পাঠিয়েছিলেন। দেবরাজে গৌড়া দাবি করেছেন, তাঁর কাছে এমন অডিও টেপ আছে যা কর্নাটকের কংগ্রেস সরকার ফেলে দেবে। শিবকুমারের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দেবেন। মুক্তি পেয়েই নাকি তিনি সেসব ‘অকাট্য প্রমাণ’ প্রকাশ করবেন। এন চেলুভারায়স্বামী, কৃষ্ণ গৌড়া এবং প্রিয়াঙ্ক খড়গে সহ চার মন্ত্রীর একটি দল, যৌন ভিডিও কেলেঙ্কারির ঘটনাগুলি পরিচালনা করছিলেন বলে জানিয়েছেন ওই বিজেপি নেতা। গত ৬ মে, দেবরাজে গৌড়া দাবি করেছিলেন যে যৌন নিপীড়নের ভিডিও সম্বলিত পেনড্রাইভ প্রকাশের পিছনে শিবকুমার ছিলেন। তিনি আরও বলেছিলেন যে প্রধানমন্ত্রী মোদি কংগ্রেসের প্রধান লক্ষ্য। গৌড়া দাবি করেছেন -' আমি যৌন কেলেঙ্কারির তদন্তকারী বিশেষ দলকে (SIT) বিশ্বাস করি না। আমি সিবিআই-এর কাছে সমস্ত প্রমাণ জমা দেব। আমার কাছে থাকা ভিডিওগুলি প্রকাশ করা ভিডিওগুলির থেকে আলাদা। '
সূত্র: এনডিটিভি