অনলাইন
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সাবেক স্ত্রী নাসিম পারভীনের লাশ উদ্ধার
প্রতিনিধি, যুক্তরাষ্ট্র থেকেঃ
(৯ মাস আগে) ১০ মে ২০২৪, শুক্রবার, ৮:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:১৭ অপরাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবী ও নিউ ইংল্যান্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি নাসিম পারভীনের মরদেহ তার বোস্টনের নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
নাসিম পারভীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি’র সাবেক স্ত্রী। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনের নিকটস্থ শহর ওয়েষ্ট রক্সবুরির নিজ বাড়ির দরজা ভেঙ্গে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। দীর্ঘদিন ধরে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন। তার মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বোস্টনের আওয়ামী লীগ নেতা ওসমান গণি।
নাসিম পারভীনের ১ ছেলে ও ১ মেয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের অন্যান্য শহরে থাকেন। উভয়ের ব্যস্ততার কারণে মাঝে মধ্যে মায়ের সাথে দেখা হত। সর্বশেষ মায়ের সাথে তাদের ফোনে কথা হয় ২রা মে বৃহস্পতিবার। এরপর অনেক চেষ্টা করেও তারা আর মাকে ফোনে পাননি। এতে তাদের সন্দেহ হলে মঙ্গলবার বিকেলে ওয়েষ্ট রক্সবুরির বাসায় গিয়ে কলিং বেল টিপে এবং দরজায় ধাক্কা দিয়ে সাড়া না দিলে পুলিশে খবর দেন তার ছেলে। পুলিশ এসে দরজা ভেঙ্গে নাসিম পারভীনের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।
বোস্টন প্রবাসী নাসিম পারভীন সাবেক পররাষ্ট্র মন্ত্রী একে আব্দুল মোমেনের সাবেক স্ত্রী। তাদের বিবাহ বিচ্ছেদের পর তিনি ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের (বোস্টনের নিকটস্থ) ওয়েষ্ট রক্সবুরির বাড়িতে দীর্ঘদিন ধরে বসবাস করতেন। পরে ছেলেমেয়েরা চাকুরির জন্য অন্যান্য শহরে বসবাস শুরু করলে তিনি ওই বাড়িতে একাই থাকতেন।
নাসিম পারভীন নিউ ইংল্যান্ড (বোস্টন) মহিলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এর আগে তিনি স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। তার দেশের বাড়ি পাবনা জেলায়। পুলিশের কাছ থেকে মরদেহ হস্তান্তরের পর তার নামাজে জানাজা ও দাফনের ব্যবস্থা করা হবে বলে স্থানীয় মুসলিম কমিউনিটির নেতারা জানিয়েছেন।।
পাঠকের মতামত
Dukkhjonok
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। জীবিত প্রত্যেক ব্যক্তির জন্য মৃত ব্যক্তি সবক রেখে যাচ্ছেন প্রতিনিয়ত। আমরা নিজেদের জন্য সবক গ্রহন করি না, করতেও চাই না। মরহুমাকে আল্লাহতায়ালা নাযাত দান করুন।
উচ্চ বিলাশীদের এই ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত!! মৃত্যুর সময় কেও পাশে ছিল না !!!
এই খবর দেখে বিত্তবানদের শিক্ষা নেয়া উচিৎ। এত অর্থবিত্ত থাকার পরও মৃত্যুর সময় একফোঁটা পানিও কপালে জোটেনি। একা একাই মরে ঘরে পড়ে রইল কতদিন তাই বা কে জানে ?
এমনটাই হয়।
তিনি ওই বাড়িতে একাই থাকতেন ধিক্কার জানাই এমন টাকা ওয়ালাদের যে টাকার কারনে শেষ বিদায়ের সময় কেউ দোখে না।
হে আল্লাহ!মৃত্যুর কঠিন ও মারাত্মক কষ্ট হতে আপনার কাছে আশ্রয় চাই ।
ধিক্কার জানাই এমন টাকা ওয়ালাদের যে টাকার কারনে শেষ বিদায়ের সময় কেউ দোখে না।
ঘটনা সমন্ধে আমরা প্রবাসীরা সবাই অবগত । ঘটনাটি খুবই হ্নদয়বিদারক ও লজ্জাষ্কর যাহা সচরাচর দেখা যায় না। সকলের শুভ বুদ্ধির উদয় হোক।
Inna lillahi wainna ilaihey Rajioun.
আমাদের লজ্জা হওয়া উচিত। যে একটি পরিবার চালানোর ক্ষমতা নেই সে আমাদের দেশে পররাষ্ট্রমন্ত্রনালয়ের দায়িত্ব পালনের সুযোগ পায়। ধীক জানাই
ধিক্কার জানাই এমন টাকা ওয়ালাদের যে টাকার কারনে শেষ বিদায়ের সময় কেউ দোখে না।
যাদের এত টাকা পয়সা, ছেলে মেয়ে, শিক্ষা, থেকেও নিজের পরিবারের দায়িত্ব পালন করতে পারল না। তাদের কিভাবে দেশের দায়িত্ব দেয়া হয় !! নকল চুল পরে নকল মানুষ হয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করল !!
আমেরিকায় বাংগালী কম্যুনিটির সন্তানদের এই নিউ জেনারেশন বিয়ে করলে মা বাবার সাথে থাকে না।তথাকথিত আমেরিকানাইজড মা বাবাও এ বিষয়ে অতি উতসাহিত ও আননদ বোধ করেন! আর দেশে হাসপাতালে অসুস্ত মা/বাবার পাশে সন্তান চব্বিশ ঘণ্টা দাড়িয়ে আল্লাহ তায়ালার কাছে সুস্তার দোয়া করে।
তিনি ওই বাড়িতে একাই থাকতেন ধিক্কার জানাই এমন টাকা ওয়ালাদের যে টাকার কারনে শেষ বিদায়ের সময় কেউ দোখে না।
ধিক্কার জানাই এমন টাকা ওয়ালাদের যে টাকার কারনে শেষ বিদায়ের সময় কেউ দোখে না।